৫০ ডিগ্রি পার, পুড়ছে উত্তর, দিল্লি ৪৭
মরুরাজ্যের চুরু এলাকার তাপমাত্রার পারদ এদিন ৫০ ডিগ্রি পার করল। আগুনে গরমে পুড়ছে দেশের উত্তর অংশ।
নয়াদিল্লি : দেশের উত্তরাংশ পুড়ছে। পুড়বে যে সে পূর্বাভাসও ছিল। আবহাওয়া দফতর জানিয়েছিল পারদ চড়তে পারে ৪৭ ডিগ্রি পর্যন্ত। তাপপ্রবাহ চরম আকার নেবে দেশের উত্তরাংশের বিভিন্ন রাজ্যে। শুধু উত্তরাংশ বলেই নয়, দেশের মধ্য ও পশ্চিমাংশেও আগুনে গরম। আর এর মধ্যেই রেকর্ড পারদ ছুঁল রাজস্থানের চুরু। চুরু অবশ্য খবরে ছিল গত কয়েকদিন ধরেই। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পারদ। কিন্তু তা যে ৫০ ডিগ্রিও পার করে যাবে তা এদিন বোঝা গেল। এদিন চুরুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।
চুরুর ৫০ ডিগ্রি দ্বিতীয় সর্বোচ্চ পারদের রেকর্ড। এর আগে ২০১০ সালের ১৮ মে পারদ চড়েছিল ৫০.২ ডিগ্রিতে। এদিকে গোটা উত্তর ভারতটাই আগুনে গরমে কার্যত ঝলসে যাচ্ছে। লকডাউনকে অনেকটাই সফল করে দিচ্ছে তীব্র চামড়া জ্বালানো তাপমাত্রা। সকালের পরই রাস্তাঘাট সুনসান চেহারা নিচ্ছে। রাজধানী দিল্লিও কিছু কম যাচ্ছেনা। দিল্লির পালাম এলাকায় মঙ্গলবার পারদ চড়েছে ৪৭.৬ ডিগ্রিতে।
উত্তর ভারতের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় আগুন জ্বলছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৮ মে পর্যন্ত এই আগুনে গরমের পরিস্থিতি বজায় থাকবে। এছাড়াও ওড়িশার কিছু অংশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র ও গুজরাটে তীব্র গরম আগামী ২ থেকে ৩ দিন বজায় থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা