National

ঝমঝমিয়ে বৃষ্টি, দেশে পা রাখল বর্ষা

একদম নিয়ম মেনে সোমবার দেশে প্রবেশ করল বর্ষা। এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

নয়াদিল্লি : প্রথমে বর্ষা ভারতে প্রবেশ করতে ৫ দিন দেরি হওয়ার কথা জানালেও পরে আবহাওয়া দফতর জানায় অবস্থা বদলেছে। বর্ষা ভারতে প্রবেশ করছে একদম প্রথা মেনে। দেশে বর্ষার প্রবেশদ্বার হল কেরালা। কেরালা দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। চিরাচরিত নিয়ম মেনে বলতে গেলে ভারতে বর্ষা প্রবেশ করে ১ জুন। তবে তা প্রতিবছর মেলে না। এবার কিন্তু খাতায় কলমে নিয়ম মেনে বর্ষা প্রবেশ করল কেরালায়।

সোমবার সকাল থেকেই কেরালার বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ের দাপট বেশি থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেরালায় বর্ষা ঢোকার পর তা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পশ্চিমবঙ্গে আবার বর্ষা প্রবেশের খাতায় কলমে দিন হল ৮ জুন। অবশ্য ওইদিনই রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকবে কিনা সেটা দেখার।


কেরালায় গত ৪ বছরে ২০১৬ সালে এবং ২০১৯ সালে ৮ জুন বর্ষা প্রবেশ করে। অর্থাৎ অনেকটা দেরিতে। আবার ২০১৭ সালে ৩০ মে এবং ২০১৮ সালে ২৯ মে কেরালায় বর্ষা প্রবেশ করে। সেটা আবার ছিল সময়ের আগেই প্রবেশ। এবার সঠিক সময়ে কেরালায় ঢুকল বর্ষা। কিন্তু কেন? আবহাওয়া দফতর জানাচ্ছে আরব সাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ কেরালায় সঠিক সময়ে বর্ষাকে প্রবেশ করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button