বাজ পড়ার আগে মোবাইলে আসবে অ্যালার্ট
বাজ পড়ে বহু মানুষের প্রাণ যায়। তা রুখতে আপাতত দেশের একটি রাজ্য উদ্যোগ নিল।
বর্তমানে বাজ পড়া বেড়েছে। কেন বেড়েছে তা এখনও বিজ্ঞানীদের কাছে পরিস্কার নয়। কিন্তু যেটা বাস্তব সেটা হল বাজ পড়ে বহু মানুষের প্রাণহানি হচ্ছে। উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা সবচেয়ে বেশি।
তাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বাজ পড়ে প্রাণহানি কি করে আটকানো যায় তা নিয়ে একটি নির্দিষ্ট বন্দোবস্ত তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে নতুন ব্যবস্থা।
কী ব্যবস্থা হচ্ছে? সরকারি ওয়েবসাইটের সঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের সরাসরি যোগাযোগ তৈরি করা হচ্ছে। আবহাওয়া দফতর এখন ৩-৪ দিন আগেই পূর্বাভাস দিতে পারছে যে কোথায় কোথায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও বজ্রপাত শুরুর ২-৩ ঘণ্টা আগে তো আবহাওয়া দফতর নির্দিষ্ট করেই বলে দিতে পারছে যে কোথায় কোথায় বাজ পড়বে।
আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস চলে আসবে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের রিলিফ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে সেই সতর্কবার্তা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে রাজ্যের মানুষের মোবাইলে।
যা দেখে মানুষ আগেভাগে সতর্ক হতে পারবেন। বাজ থেকে বাঁচতে যা করা দরকার তা করার জন্য হাতে কিছুটা সময় পাবেন। আপাতত এই ব্যবস্থা চালুর জন্য প্রযুক্তিগত যে ব্যবস্থা দরকার তার ওপর কাজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা