আষাঢ়স্য প্রথম দিবসে মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি
আষাঢ়স্য প্রথম দিবস। আষাঢ় মাসের প্রথম দিনে মেঘে ঢাকা আকাশে টিপটিপ বৃষ্টি।
কলকাতা : জ্যৈষ্ঠ শেষ। মঙ্গলবার থেকে শুরু হল আষাঢ় মাস। বর্ষা ঋতুর প্রথম দিন। যদিও রাজ্যে বর্ষা গত শুক্রবারই প্রবেশ করেছে। তবু ঋতুচক্রের নিয়মে আষাঢ় মাসের শুরু মানেই বর্ষার শুরু। আপাতত আষাঢ়, শ্রাবণ বর্ষাকাল। বৃষ্টিতেই কাটবে জীবন। এদিন আষাঢ়স্য প্রথম দিবসে খুব ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে। কয়েক পশলা বৃষ্টি। মেঘলা আকাশ। এভাবেই কেটেছে দিনটা।
এবার দেশে ভাল বর্ষার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এবার দেশে স্বাভাবিক বর্ষা হতে চলেছে। না অতি বৃষ্টি, না কম বৃষ্টি। ফলে ভাল ফসলের একটা হাতছানি রয়েছে। যা দেশের অর্থনীতির জন্যও ভাল খবর। কৃষকদের জন্যও ভাল খবর। বন্যার বৃষ্টি না হয়ে যদি ভাল বর্ষা মেলে তাহলে তা চাষাবাদের জন্য অবশ্যই সুখবর।
এবার অবশ্য দেশের অনেক জায়গায় প্রাক-বর্ষার বৃষ্টি যথেষ্ট হয়েছে। রাজস্থানের মত জায়গায় কার্যত রেকর্ড ভেঙেছে প্রাক-বর্ষার বৃষ্টি। কেরালাতেও বর্ষা ঢুকেছে একদম দিন মেনে। সব মিলিয়ে এখনও বর্ষার ব্যাটিং ভালই হচ্ছে। এদিকে বর্ষা মানে ডেঙ্গির মত রোগের প্রাদুর্ভাব। সেকথা মাথায় রেখে জমা জল কোথাও যেন না থাকে সেজন্য প্রয়োজনীয় প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে।