সময়ের অনেক আগেই গোটা দেশে ছড়াল বর্ষা
শুক্রবার গোটা দেশে ছড়িয়ে পড়ল বর্ষা। জানিয়ে দিল আবহাওয়া দফতর।
নয়াদিল্লি : দেশে প্রথম বর্ষা ঢোকে কেরালায়। এবার তা ঢুকেছে একদম সময় মেনে ১ জুন। তারপর ক্রমে গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়তে থাকে। গোটা দেশটা বর্ষার আওতায় আসতে জুলাইয়ের প্রথম সপ্তাহ হয়ে যায়। এবার আর তা হল না। বরং তার অনেক আগেই গোটা দেশ কব্জা করল বর্ষা। শুক্রবার দেশের যেটুকু অংশে বর্ষা ঢোকা বাকি ছিল সেটাও ঢুকে গেল।
পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। এই ৩ রাজ্য বাদ দিয়ে দেশের বাকি অংশে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। শুক্রবার এই ৩ রাজ্যেও বর্ষা ঢুকে গেল। দিল্লিতে গত বৃহস্পতিবারই প্রথম বর্ষার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে অনেক আগেই বর্ষা ঢুকেছে। গোটা দেশে এবার বর্ষা ছড়িয়ে পড়তে সাকুল্যে ২৬ দিন মাত্র সময় নিল।
কীভাবে এত কম সময়ে গোটা দেশে বর্ষা ছড়াল? আবহাওয়া দফতর জানাচ্ছে এবছর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানও তৈরি রয়েছে। অন্যদিকে আরব সাগরে তৈরি হয়েছে সাইক্লোন নিসর্গ সহ বেশ কিছু নিম্নচাপ। এসবের হাত ধরেই এবার দেশে বর্ষা দ্রুত প্রবেশ করার পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা