রাজ্যে পারদ নামার পূর্বাভাস দিল হাওয়া অফিস
দিল্লিতে পারদ অক্টোবরেই নেমেছিল নিচে। নভেম্বরের শুরুতে তা ১০ ডিগ্রিতে নেমে এল। রাজ্যেও এবার পারদ নামার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস।
নয়াদিল্লি : কালীপুজো বা দিওয়ালী এখনও পার করেনি। ক্যালেন্ডার বলছে এখন ভরা হেমন্ত। কিন্তু এর মধ্যেই দিল্লির পারদ এমন জায়গায় নেমেছে যে কনকনে ঠান্ডায় জবুথবু দিল্লি।
গত অক্টোবরে সেখানে এমন ঠান্ডা পড়েছিল যে তা ৫৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এবার নভেম্বরে না সর্বকালের রেকর্ড তৈরি করে দিল্লি!
এই সময় দিল্লির সর্বনিম্ন স্বাভাবিক পারদ থাকে ১৫-১৬ ডিগ্রিতে। যা নভেম্বরের একদম শেষে গিয়ে ১১-১২ ডিগ্রিতে নামে। এবার নভেম্বরের শুরুতে সেখানে দিল্লির পারদ নেমে গেছে ১০ ডিগ্রিতে। আরও নামার পূর্বাভাস রয়েছে।
দিল্লিতে শীতে ঘন কুয়াশা রীতিমত সমস্যার কারণ হয়। তবে তা নভেম্বরের শেষ থেকে শুরু হয়। কিন্তু এবার তা এখন থেকেই সকালের দিল্লিকে আলতো চাদরে মুড়ে দিচ্ছে।
এদিকে দিল্লিবাসী যেখানে নভেম্বরের মাঝামাঝি থেকে মোটা গরম পোশাক বার করেন, সেখানে ইতিমধ্যেই লেপ, কম্বল, রেজাই, সোয়েটার, জ্যাকেট, মাঙ্কি ক্যাপ, সব কিছু বেরিয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে দিল্লি।
দিল্লির যখন এই অবস্থা তখন আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে শুধু দিল্লি বলেই নয় গোটা উত্তর ভারত জুড়েই এবার প্রবল ঠান্ডা পড়তে চলেছে। এবার শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা পাবে উত্তর।
এদিকে কাশ্মীর ও হিমাচলে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে সেই তুষারপাতের ঠান্ডা পাহাড় থেকে ভেসে আসছে দিল্লিতেও। যা ইতিমধ্যেই দিল্লিকে শীতের চাদরে মুড়ে ফেলেছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গেও পারদ পড়ার দিকে। ২-১ দিনের মধ্যেই হয়তো কলকাতার পারদ নামতে শুরু করবে। সর্বনিম্ন পারদ নেমে যাবে ২০ ডিগ্রির নিচে।
নভেম্বরের শুরুতেই এমন আবহাওয়া কলকাতায় বড় একটা দেখা যায়না। এখনই সকালের দিকে বেশ একটা ঠান্ডা থাকছে কলকাতাতেও। আর গ্রামাঞ্চল বা মফস্বলে ঠান্ডার প্রকোপ আরও বেশি। উত্তর থেকে হাওয়াও বইতে শুরু করেছে। ঝলমলে আকাশ ঠান্ডা বাড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা