বর্ষায় কতটা বৃষ্টি দেশে, পশ্চিমবঙ্গে কেমন হবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
আসন্ন বর্ষায় কতটা বৃষ্টি পাবে ভারত? তার সর্বশেষ পূর্বাভাস দিল মৌসম ভবন। সেইসঙ্গে এই রাজ্যেও কেমন হবে বর্ষা তা জানাল তারা।
দেশে বর্ষা ঢোকার কথা গত ৩১ মে থাকলেও তা ঢোকেনি। বর্ষা এ দেশে প্রবেশ করছে ৩ জুন বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রতি বছরের মত কেরালা দিয়েই বর্ষা দেশে প্রবেশ করবে।
ভারতে প্রধানত ৪ মাস বর্ষা স্থায়ী হয়। জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই ৪ মাস বর্ষা থাকে এ দেশে। এবার সেই বর্ষার সময় দেশ কতটা বৃষ্টি পাবে? কৃষি প্রধান এই দেশে এই প্রশ্নটা উঠেই আসে। এমনকি বর্ষায় কতটা বৃষ্টি হবে তার পূর্বাভাসের প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়ে।
মৌসম ভবন ১ মাস আগেও একবার জানিয়েছিল কতটা বর্ষা পেতে চলেছে দেশ। তখন পূর্বাভাস ছিল স্বাভাবিক। বর্ষা ঢোকার মুখে তারা ফের দিল সর্বশেষ পূর্বাভাস। আর তাতেও জানানো হয় ভারত এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টি পেতে চলেছে।
দেশের প্রায় সব জায়গায় স্বাভাবিক বৃষ্টি হবে। বৃষ্টি হবে ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে। দেশের বিভিন্ন কোণায় বৃষ্টির বিন্যাস হবে প্রায় এক।
তবে দেশের অন্য ৩টি কোণা পূর্ব ও উত্তর পূর্ব দিকের চেয়ে বেশি বৃষ্টি পাবে। তুলনায় কম বৃষ্টি পাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। তবে তা খুব কম হবে এমনটাও নয়। ফলে পশ্চিমবঙ্গ এবার কিছুটা হলেও কম বৃষ্টি পেতে পারে।
ভারতের বিভিন্ন কোণায় কিন্তু ইতিমধ্যেই প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে এ রাজ্যেও। তবে তা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায়।
কলকাতা সহ গোটা রাজ্যের আকাশেই এদিন মেঘের আস্তরণ রয়েছে। কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। মূলত মেঘলা আকাশ থাকছে।
এদিকে কেরালায় বর্ষা ৩ জুন প্রবেশ করার কথা থাকলেও এ রাজ্যে বর্ষা খাতায় কলমে কবে প্রবেশ করছে তা এখনও জানা যায়নি।
কেরালায় প্রবেশের ৮ দিন পর এ রাজ্যে বর্ষা প্রবেশের কথা থাকলেও তা সবসময় মেলে না। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে এ রাজ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা