National

বর্ষা এল দেশে

অবশেষে দেশে প্রবেশ করল বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন বর্ষা ভারতে খাতায় কলমে প্রবেশ করেছে। ক্রমে সারা ভারতে বর্ষা ছড়িয়ে পড়বে বলেও জানিয়েছে তারা।

ভারতে বর্ষার প্রবেশ ঘটল বৃহস্পতিবার। প্রথমে ঠিক ছিল ৩১ মে প্রবেশ করবে বর্ষা। কিন্তু পরে সেখান থেকে সরে আবহাওয়া দফতর জানিয়ে দেয় ৩১ মে নয়, ৩ জুন ঢুকবে বর্ষা। সেটাই হল। বৃহস্পতিবার দেশে বর্ষা প্রবেশ করল।

কেরালা দিয়েই বর্ষা ভারতে প্রবেশ করে। এদিনও তাই হল। যদিও কেরালায় বৃষ্টি হচ্ছে গত ২ দিন ধরেই। তবে বর্ষা ঢুকল এদিন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের জেরে কেরালায় এদিনও ভাল বৃষ্টি হয়েছে।


আবহাওয়া দফতর জানিয়েছে এবার আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরবসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়বে। কেরালার উপকূলীয় এলাকা ছেড়ে আরও ভিতরে প্রবেশ করবে। ছড়িয়ে পড়বে কর্ণাটক, রায়লসীমা ও মধ্য বঙ্গোপসাগরে।

আগামী ২ দিনের মধ্যেই এই সব জায়গায় বিস্তার লাভ করবে মৌসুমি বায়ু। ফলে সেখানেও বৃষ্টি হবে। কোঙ্কণ উপকূলে অবশ্য এবার প্রাক বর্ষার যতটা বৃষ্টি হয় তা হয়নি।


কেরালায় আবার এ বছর মে মাস জুড়ে প্রচুর বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় তাউতে-র প্রভাবে তো বৃষ্টি হয়েছেই। তা ছাড়াও সেখানে গ্রীষ্মে যে পরিমাণ বৃষ্টি হয় এ বছর তার চেয়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে কেরালা জুড়ে। যা রেকর্ড তৈরি করেছে।

আবার এদিন কেরালায় বর্ষা প্রবেশ করলেও তা কেরালার সর্বত্র হয়নি। কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরমেই এদিন বৃষ্টি হয়নি। বরং সারাদিনই ঝলমলে রোদ ছিল। ছিল গরমও।

ভারতে এবার স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। দেশের প্রায় সব জায়গায় স্বাভাবিক বৃষ্টি হবে। বৃষ্টি হবে ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে।

দেশের বিভিন্ন কোণায় বৃষ্টির বিন্যাস হবে প্রায় এক। তবে দেশের অন্য ৩টি কোণা পূর্ব ও উত্তর পূর্ব দিকের চেয়ে বেশি বৃষ্টি পাবে।

তুলনায় কম বৃষ্টি পাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। তবে তা খুব কম হবে এমনটাও নয়। ফলে পশ্চিমবঙ্গ এবার কিছুটা হলেও কম বৃষ্টি পেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button