অগাস্ট-সেপ্টেম্বরে কেমন বৃষ্টি অপেক্ষা করছে, জানাল মৌসম ভবন
অগাস্ট সবে শুরু হয়েছে। ভারতে বর্ষা দাপুটে ইনিংস খেলে অগাস্ট ও সেপ্টেম্বরে। এ বছর কেমন বৃষ্টি অপেক্ষা করে আছে তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।
ভারতে বর্ষা সবে তার প্রথম ২ মাস কাটিয়েছে। এখনও ২ মাস চলবে বর্ষার দাপট। প্রথম ২ মাসেই প্রবল বর্ষণ দেখেছে দেশ। যার জেরে অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে।
হিমালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির জেরে হড়পা বান অনেক মানুষকেও ভাসিয়ে নিয়ে গেছে। পাহাড়ে ধস নেমেছে।
এমন এক দাপুটে বর্ষার মধ্যেই অগাস্টের শুরুতে মৌসম ভবন জানিয়ে দিল অগাস্ট ও সেপ্টেম্বরে কেমন বৃষ্টি পেতে চলেছে দেশ।
যা থেকে দেশের মানুষ অন্তত এটা জানতে পারবেন তাঁদের জন্য বর্ষা আর কত ভোগান্তি আনতে চলেছে। অথবা আদৌ ভোগান্তি হবে কিনা।
মৌসম ভবন জানাচ্ছে অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে বৃষ্টির পরিমাণ হবে স্বাভাবিক। অগাস্টেই দেশ জুড়ে ৯৬ থেকে ১০৬ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের কোন অংশ কতটা বৃষ্টি পাবে তাও পরিস্কার করে দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্বাভাবিকের চেয়ে কম থেকে স্বাভাবিক বৃষ্টি পেতে চলেছে দেশের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও পূর্ব অংশ।
অন্যদিকে সমুদ্রতীরবর্তী অঞ্চল ও তৎসংলগ্ন মধ্য ভারত স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত পেতে চলেছে অগাস্টে।
আবার সেপ্টেম্বরে কোথায় কেমন বৃষ্টি হবে তা এখনই পরিস্কার করে জানায়নি আবহাওয়া অফিস। আগামী মাসের শুরুতেই তা জানিয়ে দেবে মৌসম ভবন। তবে সব মিলিয়ে সেই স্বাভাবিক বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে সেপ্টেম্বরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা