এখনও কম বৃষ্টি, সেপ্টেম্বরে কী হবে, জানাল আবহাওয়া দফতর
এখনও পর্যন্ত দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম। অন্তত তেমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেপ্টেম্বরে কি বাড়বে বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর।
অনেকেরই মনে হতে পারে এ বছর তো কম বৃষ্টি হল না। তাও কম! আবহাওয়া দফতর কিন্তু সেটাই বলছে। গত ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত দেশে মোট বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হয়েছে। ৯ শতাংশ কম বৃষ্টি রেকর্ড হয়েছে সারা দেশে।
এবার দেশের পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি তুলনায় অনেকটাই কম হয়েছে। ফলে যেখানে যেখানে বেশি বৃষ্টি হয়েছে, সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ ধরেও মোট অঙ্কে বৃষ্টি কম হয়েছে।
ভারতে বর্ষা মোটামুটি ৪ মাস ধরে চলে। সেপ্টেম্বর হল তার শেষ মাস। সেপ্টেম্বরে কেমন বৃষ্টি পেতে চলেছে দেশ? এ প্রশ্নের উত্তর সেপ্টেম্বরের শুরুতেই দিয়ে দিল আবহাওয়া দফতর।
মৌসম ভবনের পূর্বাভাস হল সেপ্টেম্বরে দেশে অতিবৃষ্টি হতে চলেছে। বৃষ্টিপাতের পরিমাণ ১১০ শতাংশ হতে পারে। যদি তাই হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের শেষে গিয়ে দেশে অগাস্ট পর্যন্ত যে কম বৃষ্টিটুকু হয়েছে তা অনেকটাই পুষিয়ে যাবে।
সেপ্টেম্বরে দেশের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
স্বাভাবিক বা তার চেয়ে কিছু কম বৃষ্টি হতে পারে উত্তরপূর্ব, উত্তরপশ্চিম ও দক্ষিণ ভারতে। পূর্বাভাস অনুযায়ী এ রাজ্যে কিন্তু সেপ্টেম্বরে স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা