
অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। গত বুধবার কলকাতায় নিম্নচাপের তাণ্ডবের পরই হাওয়া অফিস জানিয়েছিল, সেই দুর্যোগ কাটলেও পিছনেই অপেক্ষা করছে আরও একটি নিম্নচাপ। যার জেরে শনিবার রাত থেকে ফের একটানা বৃষ্টির কবলে পড়বে মহানগরী সহ গোটা দক্ষিণবঙ্গ। হলও তাই। মায়ানমারের ওপর সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশ হয়ে শনিবার গভীর রাতে ঢুকে পড়ল পশ্চিমবঙ্গে। যার জেরে শনিবার মাঝরাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয় বৃষ্টি। অবিরাম বৃষ্টি চলেছে দিনভর। রবিবার হওয়ায় সকালে বাজারপত্রটুকু সেরে আমেজেই কাটিয়েছেন শহরবাসী। ঝিরঝিরে বৃষ্টিতে কারও বাড়িতে বসেছে খিচুরি, কারও বাড়িতে ইলিশের পদ তো কারও বাড়িতে চিরাচরিত পাঁঠার মাংসের ঝোল। বৃষ্টি ভেজা দিনে আয়েশ করে রসনা তৃপ্তির এমন সুযোগ হাতছাড়া করেননি কেউই। রাস্তাঘাটও ছিল ফাঁকা। কিন্তু পূর্বাভাস বলছে শুধু রবিবার নয় সোমবারও অবস্থা একই থাকবে। রবিবার রাত থেকে বৃষ্টির তেজ আরও বাড়বে। ফলে সপ্তাহের প্রথম দিনে অফিসমুখী শহরবাসীর সমস্যায় পড়ার সম্ভাবনা প্রবল।