রেকর্ড দেরি করে বর্ষা বিদায় শুরু হল
বর্ষা বিদায় নেবে কবে? এ প্রশ্ন উঠছিল। অবশেষে সেই বর্ষা বিদায় শুরু হয়ে গেল। বুধবার থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়া শুরু করে দিল।
বর্ষায় বিদায় অবশেষে শুরু হল। গত বছর আবহাওয়া দফতর বর্ষা বিদায়ের দিন ধার্য করেছিল ১৭ সেপ্টেম্বর। সেই সেপ্টেম্বর তো দূরে থাক অক্টোবরেরও কটা দিন কাটিয়ে তবে বিদায় নেওয়া শুরু করল বর্ষা।
দেশ থেকে পাততাড়ি গোটাতে শুরু করে দিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে সাধারণভাবে বর্ষা বিদায় শুরুর পর তা সম্পূর্ণ বিদায় নিতে বেশ কিছুটা সময় নেয়। খুব ধীরে ধীরে বিদায় নেয় বর্ষা। এবার কিন্তু তা হয়তো হবে না। দ্রুতই দেশ ছাড়বে বর্ষা। যা হয়তো ১২ অক্টোবর হতে পারে।
এবার কিন্তু অক্টোবরের ৬ তারিখ থেকে বিদায় নিতে শুরু করা বর্ষা রেকর্ড গড়ে বিদায় যাত্রা শুরু করল। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে ২ বছর আগে ২০১৯ সালে বর্ষা বিদায় শুরু হয়েছিল ৯ অক্টোবর। যা এখনও পর্যন্ত রেকর্ড দেরি।
এর আগে ১৯৬০ সালে বর্ষা বিদায় শুরু হয় ১ অক্টোবর। ফলে এ বছরের বর্ষা বিদায় শুরুর দিন ২০১৯-এর পিছনেই রইল রেকর্ড গড়ে।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এবার দেশ থেকে বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর প্রবেশ করতে শুরু করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু।
এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুও বৃষ্টি ঝরায়। তবে সারা দেশে নয়। মূলত এই মৌসুমি বায়ুর প্রকোপে বৃষ্টি হয় তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা