State

আরও বৃষ্টির পূর্বাভাস, সরানো হচ্ছে নিচু এলাকার মানুষজনকে

সোমবার দিনভর নেহাত কম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে মঙ্গলবারও রেহাই নেই।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের মত নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে সোমবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ তার আশপাশের জেলাগুলিও। এখানেই কিন্তু শেষ নয় বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায়ও দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলার জন্য। অন্যদিকে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য।


দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমুদ্রের কাছের গ্রাম ও এলাকাগুলি থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। বিশেষত নিচু জায়গায় বসবাসকারী মানুষকে আগে থেকেই উঁচু জায়গায় সরে যেতে মাইকিং করেছে প্রশাসন।

এদিনও মাইকিং করে একথা জানানো হয়। যাঁরা ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে চাইছেন তাঁদের থাকার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।


যে কোনও পরিস্থিতি সামাল দিতে ত্রিপল, পানীয় জল ও শুকনো খাবার মজুত করা হয়েছে। উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো বাতাস বইছে। বৃষ্টির সঙ্গে এই ঝড় পরিস্থিতি আরও ঘোরাল করেছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে যাঁরা এখনও সমুদ্রে রয়েছেন তাঁদের যত শীঘ্র সম্ভব ফেরত আসার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কলকাতায় টানা বৃষ্টিতে অফিস যাত্রীদের অফিস যাওয়া ও ফেরত আসার সময় সমস্যায় পড়তে হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button