দেশ থেকে সম্পূর্ণ বর্ষা বিদায় নিয়ে বিস্তারিত জানাল আবহাওয়া দফতর
এ রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে গত শনিবার। এবার দেশ থেকে বর্ষা বিদায় নিয়ে বিস্তারিত তথ্য জানায়ে দিল আবহাওয়া দফতর।
চলতি বছরে বর্ষা নাজেহাল করে ছেড়েছে দেশের একটা বড় অংশকে। বৃষ্টি যেন পিছু ছাড়ছিল না। বর্ষা, নিম্নচাপ মিলে দুঃসহ জীবন করে ছেড়েছিল সকলের। এই অবস্থায় সকলেই এবার চাইছিলেন বর্ষা বিদায় নিক। বদলাক আবহাওয়া। অন্তত বৃষ্টিটা থামুক।
গত শনিবার এ রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে। এভাবেই এক এক জায়গা থেকে বর্ষা বিদায় আগেই শুরু হয়েছিল। তবে দেশ থেকে সম্পূর্ণ রূপে বর্ষা বিদায় নিল সোমবার।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে দেশ থেকে এ বছরের মত বিদায় নিল বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিল এদিন।
অন্যদিকে দেশে এখন উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। তবে এই এর জেরে দেশের দক্ষিণ প্রান্তেই বর্ষা হয়। তা এখন শুরু হয়েছে।
সেইসঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তার জেরে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি হবে তামিলনাড়ু, পুডুচেরিতে। পরে এই নিম্নচাপের জেরে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি হতে পারে।
এবার বর্ষা বিদায় ২৫ অক্টোবর হওয়ার সঙ্গে সঙ্গে তা রেকর্ডও গড়ল। ১৯৭৫ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৫ বার বর্ষা অনেক দেরিতে বিদায় নিয়েছে। আর এবার ২৫ অক্টোবর বর্ষা বিদায় হল সেই তালিকায় পঞ্চম।
গত সপ্তাহে আবহাওয়া দফতর জানিয়েছিল ২৬ অক্টোবর দেশ থেকে বিদায় নেবে বর্ষা। তার একদিন আগেই দেশ থেকে এবারের মত বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা