হিমশীতল ভূস্বর্গে নামছে পারদ, দ্রাস মাইনাস ১২, এ রাজ্যে হচ্ছে উল্টোটা
কাশ্মীরে ফের নামল পারদ। শ্রীনগর পৌঁছে গেল প্রায় ০ ডিগ্রিতে। দ্রাসে পারদ নেমে গেছে মাইনাস ১২ ডিগ্রিতে। কিন্তু এ রাজ্যে শীতের আবেশ এসেও তা উধাও হয়ে গেছে।
বেশ একটা শীতের আমেজ ক্রমশ লেপ্টে ধরছিল রাজ্যবাসীকে। হেমন্তের হিমেল হাওয়ায় এক অন্যই আবেশ ঘিরে ধরছিল মন প্রাণ। সকাল আর রাতের দিকে পারদ বেশ নিচে নামছিল। অনেকেই বলছিলেন বর্ষা যেমন এবার দীর্ঘ সময় ধরে চলেছে, তেমন শীতও এবার আগেভাগেই জাঁকিয়ে বসবে।
সেই আমেজটা ক্রমশ যখন এ রাজ্যের বিভিন্ন প্রান্তকে আলিঙ্গন করছিল ঠিক তখনই ফের বাড়তে শুরু করল তাপমাত্রা। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনে ৫ ডিগ্রি বেড়েছে। যে পারদ ২০-র নিচে চলে গিয়েছিল শহর কলকাতার আশপাশেই, সেখানে তার ফের বেড়েছে। বরং ফিরেছে সেই বর্ষার পরিবেশ।
সারাদিন মেঘে ঢাকা আকাশ। উত্তুরে হাওয়া উধাও হয়ে পুবালি হাওয়ার দাপট। সপ্তাহ শেষে এ রাজ্যের উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফের সেই ঝলমলে দিনে পারদ পতনের অপেক্ষায় তাই এখন দিন গুনছেন সকলে।
এ রাজ্যে যখন পারদ চড়ছে তখন কাশ্মীরে কিন্তু পারদ পতন অব্যাহত। তরতর করে নামছে তাপমাত্রা। পাহাড়ি এলাকায় প্রায় প্রতিদিনই তুষারপাত হচ্ছে।
দ্রাসে পারদ নেমেছে মাইনাস ১২.৭ ডিগ্রিতে। লেহ-তে পারদ রেকর্ড হয়েছে মাইনাস ৯.৬ ডিগ্রি। কার্গিলে মাইনাস ৬.৪ ডিগ্রি।
এছাড়া পহেলগামে মাইনাস ৩.৫ ডিগ্রি ও গুলমার্গে মাইনাস ০.২ ডিগ্রি রেকর্ড হয়েছে পারদ। শ্রীনগরে পারদ মাইনাসে চলে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
শ্রীনগরে পারদ নেমেছে ০.১ ডিগ্রিতে। আবহাওয়া দফতর জানিয়েছে জম্মু কাশ্মীরের আবহাওয়া আগামী ১৯ নভেম্বর পর্যন্ত শুকনো থাকবে। ফলে পারদ আরও পড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা