কুয়াশায় ঢাকা জেলা, কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস
টানা ২ দিন ধরে চলা স্যাঁতস্যাঁতে আবহাওয়া মঙ্গলবার সকালে আর দেখা যায়নি। বরং রোদ উঠেছে। তবে এদিনও মেঘের আনাগোনা থাকবে বলেই পূর্বাভাস।
রবিবার ও সোমবার ঝিরঝিরে বৃষ্টি আর মেঘে ঢাকা সকালে হেমন্ত উধাও হয়ে নতুন করে ফিরেছিল বর্ষার স্পর্শ। সেই মন খারাপ করা আবহাওয়া মঙ্গলবার থেকে উধাও হয়েছে।
সকাল থেকে রোদ উঠেছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে এদিনও কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
আকাশে মেঘের আনাগোনা চোখে পড়তে পারে। তবে বৃষ্টি হবে না। আপাতত নিম্নচাপের ভ্রুকুটি কেটেছে। ফলে আকাশ পরিস্কার থাকবে আগামী দিনে। পুবালি হাওয়ার দাপট বন্ধ হবে। ফলে ফের উত্তুরে হাওয়ার সঙ্গে বয়ে আসবে শীতল পরশ।
কলকাতায় কুয়াশার দাপট না থাকলেও মঙ্গলবার সকালে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারধার। দৃশ্যমানতাও যায় কমে।
ফলে হাইওয়েতে গাড়ি চালকদের গাড়ি চালাতে সমস্যা হয়। ঘন কুয়াশার চাদরে রোদের দেখা মেলেনি দীর্ঘক্ষণ। এই কুয়াশার দাপট আপাতত বজায় থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।
আকাশ যত পরিস্কার থাকবে এবং ঠান্ডার শুষ্কতা পেয়ে বসবে ততই পারদ নিচে নামবে। এভাবেই শীত আসবে বঙ্গে।
কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন ২০ ডিগ্রির আশপাশে। রাতের পারদ কমবে।
বৃষ্টিতে কিছুটা পারদ নেমেছে। ফলে বৃষ্টি পারদ পতন কিছুটা হলেও তরান্বিত করেছে। তবে বৃষ্টি কেটে যে ফের হেমন্তের হিমেল পরশ ফিরছে তা জেনে খুশি সকলে।