মরশুমের শীতলতম দিন দিয়ে ইনিংস শুরু করল পৌষ
খাতায় কলমে শীত ঋতুর শুরু হল শুক্রবার থেকে। পয়লা পৌষেই কিন্তু দাপুটে ব্যাটিং দিয়ে শুরু হল শীতের ইনিংস। মরসুমের শীতলতম দিন হল শুক্রবার।

এতদিন যতই ঠান্ডা পড়া বা না পড়া নিয়ে হাহুতাশ হোক না কেন, শীত ঋতু কিন্তু ছিলনা। ছিল হেমন্ত কাল। হেমন্তের দিনগুলো এবারের মত শেষ হয়েছে গত বৃহস্পতিবার। শুক্রবার থেকে খাতায় কলমে শুরু হল শীত ঋতু।
পয়লা পৌষেই কিন্তু নিজের আগমন বার্তা স্পষ্ট করে দিল শীত। প্রথম দিনেই মরসুমের শীতলতম দিন দিয়ে শুরু হল মাস।
এদিন কলকাতার পারদ ছিল ১৩.৯ ডিগ্রিতে। যা চলতি বাংলা বছরে সর্বনিম্ন। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নিচে ছিল পারদ।
অগ্রহায়ণেই রাজ্যের মানুষ শীতে ছোঁয়া পেয়ে যান। এবার কিন্তু সে সুযোগ তেমন হয়নি। একের পর এক নিম্নচাপের ধাক্কায় উত্তুরে হাওয়া বেমালুম ভ্যানিস হয়ে যায়।
ফলে ঠান্ডা নয়, বরং বৃষ্টি আর মেঘলা আকাশে কেটেছে অগ্রহায়ণের সিংহভাগ। শেষের দিকে আকাশ পরিস্কার হলে গত কয়েকদিনে পারদ কিছুটা নামে।
এদিন যেখানে পারদ নেমেছে আগামী কয়েকদিন তেমন আবহাওয়াই বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাই এখন ঠান্ডার দারুণ পরশ বজায় থাকবে।
ডিসেম্বর শেষের দিকে পা বাড়াচ্ছে। করোনা আতঙ্কের মাঝেও মানুষ রাস্তায় বার হচ্ছেন। বেড়াতে যাচ্ছেন। এই সময়টা আবার বনভোজনের জন্য আদর্শ। তাই সে ব্যবস্থাও হচ্ছে।
ডিসেম্বরের শেষটা এমন একটা ছুটির মেজাজে কাটাতে পারলে বঙ্গবাসী বেজায় খুশি হন। এই কটা দিনের শীত চুটিয়ে উপভোগ করেন তাঁরা।