ফের জাঁকিয়ে শীত, একদিনে পারদ পড়ল ৩ ডিগ্রি
মেঘ কাটতেই ফের জাঁকিয়ে শীত পড়ল শহরে। একদিনের ফারাকে পারদ ৩ ডিগ্রি নেমেছে। ফলে আচমকাই ফের শীতে কাবু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত।
প্রায় ১ সপ্তাহ বৃষ্টি, মেঘ আর জোলো ঠান্ডায় কাটানোর পর গত রবিবার থেকে ফের তরতর করে নামতে শুরু করেছে পারদ। কেটেছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ফলে বাতাস থেকে বিদায় নিয়েছে জলীয় বাষ্প।
রবিবার থেকে শুকনো আবহাওয়া বিরাজ করছে। সঙ্গে হুহু করে বইছে উত্তুরে হাওয়া। ঝলমলে রোদও ওঠে রবিবার। যার হাত ধরে পারদ পতন শুরু হয়েছে রাজ্যে।
কলকাতায় গত একদিনের ব্যবধানে পারদ নেমেছে ৩ ডিগ্রি। এক লাফে ১২.৪ ডিগ্রিতে ঠেকেছে পারদ। যার হাত ধরে ঠান্ডায় কাঁপছে শহর। একইভাবে পারদ নেমেছে দক্ষিণবঙ্গ জুড়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ফলে ঝলমলে রোদ থাকবে। যার হাত ধরে উত্তুরে হাওয়াও বাধাহীনভাবে ঢুকবে। নিয়ে ঢুকবে কনকনে ঠান্ডা বাতাস। যা আদপে পারদকে উপরে চড়তে দেবে না।
সোমবারও কলকাতার পারদ ১২ ডিগ্রির আশপাশেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ১২ থাকলে ধরেই নেওয়া হয় আশপাশের জেলাগুলিতে পারদ কমপক্ষে ১ ডিগ্রি কম থাকবে।
মাঘের শুরুতেই শীতের জাঁকিয়ে ব্যাটিংয়ে খুশি বঙ্গবাসী। কারণ মাঘ পড়ে গেল মানে এটা মনেই করা হয় যে আর কিছুদিনই থাকবে এই ঠান্ডার পরশ। তারপর ফের শুরু হয়ে যাবে গরমের ব্যাটিং।
মাঝে অবশ্য বসন্ত কিছুটা নির্মল পরিবেশ উপহার দেবে। কিন্তু এ রাজ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই পারদ চড়তে শুরু করে দেয়।