শোনা যাচ্ছে শীতের বিদায় ঘণ্টা, চড়ছে পারদ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস
কান পাতলে শোনা যাচ্ছে শীতের বিদায় ঘণ্টা। মাঘ প্রায় শেষের দিকে এসে পড়েছে। তারমধ্যই আবার বৃষ্টির পূর্বাভাস। ক্রমশ বেড়ে চলেছে উত্তাপ।
এবার শীতকালটা এ রাজ্যের কাটল দফায় দফায় বৃষ্টিতে। একবার করে পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে এসেছে। চড়েছে পারদ। আকাশ ছেয়ে গেছে মেঘে। ৩-৪ দিন ধরে চলেছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, জোলো আবহাওয়া, চড়তে থাকা পারদ। মেঘ কাটলে ফের পারদ নেমেছে।
এভাবেই মাঘের শেষে এসেও ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট শুরু। বৃহস্পতিবার থেকে রাজ্যের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। সঙ্গে টিপটিপ বৃষ্টি হয়েছে কোথাও কোথাও।
শুক্রবার আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে বলেই পূর্বাভাস।
কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সরস্বতী পুজোর দিন অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
গত সপ্তাহের শুরুতে কনকনে ঠান্ডা কামড় বসিয়েছিল এ রাজ্যে। কলকাতায় পারদ নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। সেখান থেকে হুহু করে চড়তে শুরু করে পারদ। এখন তা ১৯ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে।
রাতের পারদ এতটা বেড়ে যাওয়ায় রাতে পাতলা চাদরেই দিব্যি ঘুম হয়েছে অনেকের। এদিকে এভাবে পারদ চড়তে থাকা এবং মাঘের শেষ, এই দুয়ে মিলে আর ঠান্ডা সেভাবে ফেরার আশা দেখছে না বাঙালি। এবারের মত শীত বিদায়ের ঘণ্টা যে বেজে গেছে তা টের পাচ্ছেন তাঁরা।
এমনিতেই এ রাজ্যের মানুষের ধারনা আছে সরস্বতী পুজো পার করা মানেই এ রাজ্য থেকে শীত বিদায় নেওয়া। সেই প্রচলিত ধারনা এবারও সত্যি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।