মার্চেই তাপপ্রবাহ, পারদ পৌঁছল প্রায় ৪৪ ডিগ্রিতে, তাহলে গ্রীষ্মে কি হবে
মার্চেই যদি এই অবস্থা হয় তাহলে গ্রীষ্মে কি হবে? এখনও তো বসন্ত কাটেনি! এরমধ্যেই ৪৪ ডিগ্রির কাছে পারদ পৌঁছে গেল। চলছে তাপপ্রবাহ।
চলতি বছরে যে মানুষ গরম হাড়েহাড়ে টের পাবেন তা আগেই ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। আর তা যে মিথ্যা নয়, তা মার্চ মাসেই টের পেতে শুরু করেছেন মানুষজন।
দোলের সময় এমন গরম সচরাচর দেখা যায়না। এখনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে পারদ তরতর করে চড়ছে। বেলা বাড়লে বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছেনা। গা হাতপায়ে দহন অনুভূত হচ্ছে।
এর মধ্যেই আবার শুরু হয়েছে দেশের মরুরাজ্যে তাপপ্রবাহ। বাদ যাচ্ছে না গুজরাট ও মধ্যপ্রদেশ। রাজস্থানের বারমেরে পারদ পৌঁছে গেছে ৪৩.২ ডিগ্রিতে। তাও আবার চৈত্রে। এখনও তো বৈশাখ, জ্যৈষ্ঠ বা ইংরাজির এপ্রিল, মে মাস বাকি। তখন তাহলে কী হবে সেটা ভেবেই এখন থেকে আতঙ্কিত দেশবাসী।
পশ্চিমবঙ্গের উত্তর অংশের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি রয়েছে পারদ। এছাড়া জম্মু থেকে শুরু করে হিমাচল প্রদেশ, অসম, মেঘালয়ের বিস্তীর্ণ এলাকাতেও এখনকার স্বাভাবিক পারদের চেয়ে তাপমাত্রা ৫ ডিগ্রির ওপর রয়েছে।
স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি হয়ে তারও উপরে চলে গেছে পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, কচ্ছ ও সৌরাষ্ট্রের অনেক এলাকা। ফলে তাপপ্রবাহ চলছে। মানুষ বেলা বাড়লে এখনই অনেক জায়গায় রাস্তায় বার হতে পারছেন না।
দেশের একটা অংশ যখন পুড়ছে তখন দক্ষিণের রাজ্যগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কাশ্মীরেও হাল্কা বৃষ্টি হতে পারে ২১ মার্চের মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা