মে মাসে কেমন বৃষ্টি পাবে বাংলা, কেমন পাবে দেশ, জানাল আবহাওয়া দফতর
মে মাস বৃষ্টির মাস নয়। তবে টুকটাক বৃষ্টি হয়ে থাকে। এবার এই অস্বাভাবিক গরমে বৃষ্টির পরশে কতটা মে মাসে রেহাই মিলবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বৈশাখের অর্ধেক আর জ্যৈষ্ঠ মাসের অর্ধেক। এই নিয়ে ইংরাজি ক্যালেন্ডারের মে মাস। ফলে অনুমেয় যে সে সময় গরমটা কেমন থাকবে।
প্রতিবছর এপ্রিলের তুলনায় মে মাসেই গরম কষ্ট দেয় বেশি। এবার অবশ্য এপ্রিলেই প্রাণান্তকর পরিস্থিতি হয়েছে দেশের একটা বড় অংশের। হয়েছে দক্ষিণবঙ্গেরও।
রবিবার থেকে মে মাস শুরু। তার আগেই আবহাওয়া দফতর কিন্তু জানিয়ে দিল মে মাসে দেশ কেমন বৃষ্টি পেতে চলেছে। কোথায় কেমন বৃষ্টি হতে পারে তা জানার পর অনেকটাই স্বস্তি পেয়েছেন বাংলা থেকে শুরু করে দেশের একটা বড় অংশের মানুষ।
ভারতীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মেটিওরোলজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মে মাসে কিন্তু দেশের একটা বড় অংশ স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি পেতে চলেছে। যা অবশ্যই স্বস্তির বার্তা দিচ্ছে।
এমন নয় যে গরম কমে যাবে। তবে বৃষ্টিও হবে। যদিও ভারতের উত্তর পশ্চিম ভাগের কিছু অংশ, উত্তরপূর্ব ভাগের কিছু অংশ এবং দক্ষিণ ভারতের উপকূলীয় ভাগের কিছু অংশে মে মাসে স্বাভাবিকের চেয়েও কম বৃষ্টি হবে। বাকি ভারতে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দিয়েছেন তিনি।
ফলে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হয়েছেন। বিশেষত দক্ষিণবঙ্গের মানুষ। মে মাসে তাহলে বৃষ্টি পাওয়া যাবে এটা ভেবেই খুশি তাঁরা। প্রসঙ্গত রাজ্যের উত্তর ভাগ এবার এপ্রিলেও ভাল বৃষ্টি পেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা