সময়ের আগেই ঢুকে পড়ল বর্ষা
অবশেষে বর্ষা ঢুকেই পড়ল। আকাশ কালো করে বৃষ্টিও হল। অবশ্যই বর্ষা যে এবার আগে ঢুকবে তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।
গত শনিবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হয়। রবিবারও অনেকটা সময় আকাশের মুখ ছিল মেঘে ঢাকা। সোমবার সকালে রোদ উঠলেও বেলা বাড়তে অনেক জায়গায় আকাশ ঢাকে মেঘের আস্তরণে। এই মেঘ বা বৃষ্টির কারণে তাপমাত্রার পারদও এখন অনেকটা নিয়ন্ত্রণে।
এদিকে গত ১৯ মে এক বিবৃতিতে আবহাওয়া দফতর জানিয়েছিল সম্ভবত ২৫ মে বর্ষা ঢুকবে দেশে। তারপর আবহাওয়া দফতরই তা বদলে ২৭ মে করে। কিন্তু ২৭ মে বর্ষা ঢোকেনি।
অবশেষে ২৯ মে বর্ষা ঢুকল দেশে। খাতায় কলমে ভারতে বর্ষার প্রবেশ হওয়ার কথা ১ জুন। তবে তার ৩ দিন আগেই বর্ষা পা রাখল দেশে।
চিরকাল কেরালা দিয়েই বর্ষা প্রবেশ করে ভারতে। তারপর তা ছড়িয়ে পড়তে থাকে। রবিবার কেরালায় প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার প্রভাবে কেরালার একটা অংশে বৃষ্টি হয়।
এদিকে এই বর্ষার দিকেই সারা বছর তাকিয়ে থাকেন কৃষকরা। আবার বর্ষার দিকে তাকিয়ে থাকে ভারতীয় শেয়ার বাজারও। ভাল বর্ষা যেমন কৃষিভিত্তিক দেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি, তেমনই শেয়ার বাজারকেও চাঙ্গা করতে পারে ভাল বর্ষা।
কেরালায় বর্ষা প্রবেশ করার ৮ দিন পর পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা। খাতায় কলমে এমনই দিনক্ষণ স্থির থাকলেও তা অনেক বছর মেলেনা। কিছুটা দেরি করে ঢোকে বর্ষা।
তবে এবার কেরালায় ৩ দিন আগেই বর্ষা প্রবেশ করেছে। ফলে পশ্চিমবঙ্গেও সময়ের আগেই বর্ষার প্রবেশ হতে পারে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা