৬ দিন আগেই গোটা দেশের দখল নিল বর্ষা
গোটা দেশের দখল নিল বর্ষা। নির্ধারিত সময়ের ৬ দিন আগেই। আবহাওয়া দফতর সেকথা নিশ্চিত করেছে। ৮ জুলাই দেশে বর্ষা পুরো ছড়িয়ে পড়ার কথা ছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৮ জুলাইয়ের মধ্যেই দেশ পুরোপুরি বর্ষার দখলে চলে যাবে। তবে হল তার আগেই। নির্ধারিত ৮ জুলাইয়ের ৬ দিন আগেই শনিবার দেশে বর্ষা ছড়িয়ে পড়ল।
গুজরাট ও রাজস্থানেও এদিন বর্ষা ঢুকে পড়ল। দেশের এই অংশই বাকি ছিল। সেখানেও বর্ষার প্রবেশের পর ভারতের আর কোনও স্থান বাকি রইল না যেখানে বর্ষার প্রবেশ ঘটেনি।
কেরালা দিয়ে বর্ষা প্রবেশের পর সেই বর্ষা গোটা ভারতে ছড়িয়ে পড়তে সময় লাগে। আর সেই সময়টা ১ মাসেরও বেশি হয়। এবারও সেটাই হয়েছে।
তবে এবার যেহেতু বর্ষা কেরালা দিয়ে প্রবেশই করেছে মে মাসের শেষের দিকে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই, তাই এবার দেশেও বর্ষা ছড়িয়ে পড়ল নির্ধারিত সময়ের আগেই।
গত ২০ বছরের খতিয়ানে দেখা গেছে ঠিক ৮ জুলাই খাতায় কলমে সারা দেশে বর্ষা ছড়িয়ে পড়ার ঘটনা মাত্র ১ বারই হয়েছে। ২০১১ সালে ৮ জুলাইতেই বর্ষা গোটা দেশের দখল নেয়।
আবার ২০১৩ সালে সময়ের অনেক আগেই বর্ষা দেশে ছড়িয়ে পড়ে। সেবার ১৬ জুন গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়ে। আবার ২০০৬ সালে দেখা গেছে দেশে বর্ষা ছড়িয়েছে ২৪ জুলাই। অর্থাৎ অনেকটা দেরিতে।
এবার আবার দেশে বর্ষা ছড়াল ২ জুলাই। আপাত দেশ বর্ষার দখলে। এবার উত্তর পশ্চিম দিক সহ কয়েকটি স্থান বাদ দিয়ে দেশের বাকি অংশে স্বাভাবিক বর্ষার পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা