Kolkata

পুজো ভাসাতে এগিয়ে আসছে নোরু

পুজো এবার ভাসতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনই পরিস্থিতি যে পুজোর ঠিক ৪ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাসতে পারে সপ্তমী থেকে দশমী।

সারা বছর এই ৪টে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বঙ্গবাসী। সেই দুর্গাপুজোর সপ্তমী থেকে দশমী যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে কার ভাল লাগে! কিন্তু প্রকৃতির ওপর তো কারও হাত নেই।

নোরুকেই এই সম্ভাবনা তৈরির জন্য দায়ী করছেন আবহবিদেরা। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া টাইফুন নোরু ক্রমশ আগুয়ান হচ্ছে। এটি ভিয়েতনাম, থাইল্যান্ড ও মায়ানমার পার করে পৌঁছবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।


সেই নোরুর প্রভাবে সেখানে জন্ম নেবে একটি নিম্নচাপ। যা আগামী ১ অক্টোবর ষষ্ঠীর দিন শক্তি বাড়িয়ে এগোতে থাকবে স্থলভাগের দিকে। নোরুর প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী হয়ে হয় পশ্চিমবঙ্গের দিকে আসবে অথবা ওড়িশার দিকে চলে যাবে।

পশ্চিমবঙ্গের দিকে এলে তো কথাই নেই, যদি নাও আসে তাহলেও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি সহ কলকাতা বৃষ্টির হাত থেকে রেহাই পাবেনা। আবহবিদরা মনে করছেন, সপ্তমী ও অষ্টমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনায় কম বৃষ্টি হবে নবমী ও দশমীতে। তবে বৃষ্টি হবে বলেই পূর্বাভাস রয়েছে।


এমনভাবে নোরু প্রবেশ করল যে নিম্নচাপটি তার প্রভাব দেখাতে পারে সপ্তমী থেকে দশমীতেই। অন্য কোনও দিনে নয়। প্রসঙ্গত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় দ্বিতীয়ার দিনও মেঘের ঘনঘটা নজর কেড়েছে। যা তৃতীয়াতেও রয়েছে।

মেঘের গর্জন শোনা গেলেও প্রবল বৃষ্টি তার থেকে হয়নি। তবে যা পরিস্থিতি নোরুর প্রভাবে আগেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button