পুজো কার্নিভালে কি জল ঢালতে পারে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দফতর
রেড রোডে এদিন পুজো কার্নিভাল। আয়োজন আগের দিন থেকেই শুরু হয়েছে। কিন্তু সেই আলো ঝলমলে রঙিন অনুষ্ঠানে কি জল ঢালতে পারে বৃষ্টি? এটাই বড় প্রশ্ন।
সন্ধে নামার অপেক্ষা। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। তারজন্য গত শুক্রবার থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল। সেজে উঠেছে রেড রোড।
যে হাতে গোনা দুর্গাপুজো এবার কার্নিভালের জন্য অনুমোদিত হয়েছে সেসব বারোয়ারি ঠাকুর নিয়ে হাজির হতে শুরু করে সকাল থেকেই। তাদের উপস্থাপনার শেষ মুহুর্তের একটা মহড়াও সেরে নেয় অনেকে।
সকাল থেকেই রেড রোড ও তার আশপাশে সাজ সাজ রব। কিন্তু পুজোয় যেভাবে মাঝেমধ্যেই বৃষ্টি এসে পড়েছে, তেমনটা কার্নিভাল চলাকালীনও হবেনা তো! সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ খোলা আকাশের নিচে এই বিশাল আনন্দ আয়োজন মাটি করে দিতে পারে কয়েক পশলা বৃষ্টি।
আবহাওয়া দফতর অবশ্য তেমন কোনও সম্ভাবনা দেখছে না। সামান্য বৃষ্টি পূর্বাভাসে লিখিত পড়িতভাবে থাকলেও তেমন যে কার্নিভাল চলাকালীন সময়ে হবে এমনটা নয়। বরং এদিন শুকনো সুন্দর সন্ধেয় আলো ঝলমলে আয়োজন সকলের মন ভাল করে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।
রবিবার আবার লক্ষ্মীপুজো। লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তার কেনাকাটা শুরু হয়ে গেছে শনিবার সকাল থেকেই।
রবিবার অবশ্য কিছুটা হলেও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। রবিবারের চেয়েও আবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুরুতেই।
পুজো ও লক্ষ্মীপুজোর পর সোমবার থেকে ফের কাজের জগতে ফিরতে চলেছেন আপামর বঙ্গবাসী। সেই সময় বৃষ্টি কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে তাঁদের।