এবার বর্ষায় কেমন বৃষ্টি হবে, এল পূর্বাভাস
গ্রীষ্মে কেমন গরম পড়বে, বর্ষায় কেমন বৃষ্টি হবে আর শীতে কেমন শীত পড়বে, এগুলি নিয়ে আগাম পূর্বাভাস জানতে মুখিয়ে থাকেন মানুষ। গ্রীষ্মের শুরুতেই এল বর্ষার পূর্বাভাস।
গ্রীষ্মে এবার প্রবল গরমের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এটাও জানিয়েছিল এবার অনেক জায়গায় পারদ স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রির মত বেশি থাকবে। যা এক প্রবল গরমের ইঙ্গিত দেয়।
এবার বর্ষা নিয়ে অবশ্য আবহাওয়া দফতর এপ্রিলে কোনও পূর্বাভাস না দিলেও স্কাইমেট নামে একটি বেসরকারি সংস্থা তাদের পূর্বাভাস জানিয়ে দিল। আর সেই অনুযায়ী এল নিনো-র প্রভাব থাকা সত্ত্বেও এবার কম বৃষ্টির পূর্বাভাস দিল স্কাইমেট।
স্কাইমেটের মতে এবার ভারতের একটা বড় অংশে বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। তাদের সার্বিক বৃষ্টিপাত নিয়ে অনুমান হল এবার বর্ষায় ৯৪ শতাংশ বৃষ্টি হতে পারে। বোঝাই যাচ্ছে তা স্বাভাবিকের চেয়ে কম।
অন্যদিকে তারা এটাও জানিয়েছে, বিশেষ করে মধ্য ও উত্তর ভারত জুড়ে বৃষ্টি কম হবে। পশ্চিমবঙ্গ নিয়ে তারা কোনও পূর্বাভাস সেভাবে না দিলেও তাদের পূর্বাভাসের তালিকায় পশ্চিমবঙ্গ পড়ছে না।
জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে প্রয়োজনের চেয়ে অনেক কম বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দিচ্ছে স্কাইমেট। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বর্ষার দ্বিতীয় ভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।
ফলে এসব জায়গা বর্ষার শুরুতে ঠিকঠাক বৃষ্টিই পেতে পারে। প্রসঙ্গত স্কাইমেটের পূর্বাভাস সবসময় যে সঠিক হয় তেমনটা নয়। সকলেই তাই মুখিয়ে আছেন ভারতীয় আবহাওয়া দফতর কী পূর্বাভাস দেয় তা জানার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা