রাজ্যে ৩ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে বৃষ্টি
এ রাজ্যে ভাল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোথায় কোথায় বৃষ্টি কেমন হবে তাও জানাল। যা থেকে পরিস্কার কবে কবে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে।
পশ্চিমবঙ্গের উত্তরভাগ ভাল বৃষ্টি পেলেও দক্ষিণভাগ তুলনায় অনেকটাই কম বৃষ্টি পেয়েছে। কার্যত বর্ষার ঘাটতি রয়েছে রাজ্যের দক্ষিণভাগে। এরমধ্যেই মৌসম ভবন জানিয়ে দিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ ভাল বৃষ্টি পেতে চলেছে। ৩ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া গিয়েছে।
পশ্চিমবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গও ভাল বৃষ্টি পেতে চলেছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। তবে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টি হবে ২ দিন। শনি ও রবিবার এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে তালিকায় কলকাতাও রয়েছে। প্রসঙ্গত শুক্রবার রাতেও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভাল বৃষ্টি হয়েছে।
উত্তরাখণ্ড, বিহার, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেহেতু সিকিম, অসমে ভারী বৃষ্টি হতে পারে তাই তার আঁচ পড়বে রাজ্যের উত্তর অংশে হিমালয় লাগোয়া জেলাগুলিতে।
বাকি ভারতে অবশ্য আপাতত ১ সপ্তাহের একটি বিরতি নিয়েছে বৃষ্টি। হালকা বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস ভারতের বাকি অংশে নেই।
তবে তা ১ সপ্তাহের জন্যই। তারপর ফের বর্ষার নতুন অধ্যায় শুরু হবে। তখন ফের ভারতের বিভিন্ন কোণা প্রবল বর্ষণের শিকার হবে। তবে তার আগে আপাতত ১ সপ্তাহের বিরতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা