১২৩ বছরে এমন অগাস্ট মাস দেখেনি ভারত
১২৩ বছর পার হয়ে গেছে। অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে। তবে এমন একটা অগাস্ট মাস দেখেনি ভারত। যা ২০২৩ সালে দেখল।
১৯০১ সাল থেকে যাবতীয় খতিয়ান পর্যালোচনার পর দেখা গেছে যে এমন একটা অগাস্ট মাস গত ১২৩ বছরে দেখতে হয়নি ভারতকে। যা ২০২৩ সালে এসে দেখতে হল। অগাস্টের শেষে পৌঁছে এমন কথাই জানাল মৌসম ভবন।
ভারতীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত এমন শুকনো অগাস্ট মাস ভারতে হয়নি। প্রসঙ্গত অগাস্ট মাসে ভারত জুড়েই ভাল বৃষ্টি হয়। এই সময় ভরা বর্ষা বিরাজ করে। যা কিন্তু এ বছরে দেখা যায়নি।
কেবল উত্তর ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অস্বাভাবিক বৃষ্টি এবং হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে ভাল বৃষ্টি হয়েছে অগাস্ট জুড়ে। বাকি ভারত কার্যত শুকনোই থেকেছে। আর এসব হয়েছে রীতিমত সক্রিয় এল নিনো-র প্রভাবে।
এল নিনো-র প্রভাবেই উত্তর পশ্চিম ভারত এবার বর্ষা শুরুর পর অস্বাভাবিক বৃষ্টি পেয়েছিল। আবার সেই এল নিনোই এবার অগাস্ট মাসে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিই হতে দিল না। এমন কম বৃষ্টি এর আগে দেখা যায়নি।
চলতি বছরে জুন মাস থেকে অগাস্ট মাসের মধ্যে কিন্তু ভারত জুড়ে কিছু কিছু জায়গায় অস্বাভাবিক বৃষ্টি দেখা গেলেও সার্বিক বর্ষার খতিয়ান বলছে বর্ষা কম হয়েছে।
৮ শতাংশের মত বর্ষা কম হয়েছে দেশে। এখনও পর্যন্ত এমনই অবস্থা। সেপ্টেম্বর মাসে বর্ষা ভাল না হলে এই ঘাটতি নিয়েই বর্ষার বিদায় হবে দেশ থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা