রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় জানাল আবহাওয়া দফতর
এ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কবে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা তা জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে।
সার্বিকভাবে এবার বর্ষার ঘাটতি রয়েছে ভারতে। তবে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অসম, এসব রাজ্যে বিভিন্ন সময়ে অতিপ্রবল বৃষ্টি দেখতে পাওয়া দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে পরিস্থিতি কঠিন হয়েছে। মানুষের প্রাণ গেছে। সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে।
কিন্তু দেশজুড়ে বর্ষায় ঘাটতি থেকেছে। যার সবচেয়ে বড় উদাহরণ দক্ষিণবঙ্গ। যেখানে এখনও পর্যাপ্ত বৃষ্টির অভাব রয়েছে। যদিও অগাস্টে কিছুটা হলেও বৃষ্টি পেয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগ।
এখন আবার দেশের পূর্ব প্রান্তের রাজ্যগুলিতে বৃষ্টির দাপট বেড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও আন্দামান নিকোবরে আগামী ৫ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে কেবল ১ দিনের জন্য। আগামী রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি দিনগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। কয়েক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দক্ষিণ ভারতের সমুদ্র তীরবর্তী এলাকায় আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশায় শনিবার থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার ও রবিবার মধ্য ভারতের কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ভাল বৃষ্টি হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা