কেন বৃষ্টি, কতদিন চলবে বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বৃষ্টিতে ভিজছে শহর গ্রাম। এ রাজ্যের দক্ষিণভাগের একটা বড় অংশ ভাল বৃষ্টি পাচ্ছে। কেন এত বৃষ্টি, কবে পর্যন্ত বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
রাতের দিকে বৃষ্টি। দুপুর বা বিকেলের দিকে আবার কিছুটা বৃষ্টি। এভাবেই চলছে গত ২ থেকে ৩ দিন। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর দুপুরের দিকেও কলকাতা তো বটেই, কলকাতার বাইরেও ভাল বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্যই এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার তো বটেই, শুক্রবারও এখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে সপ্তাহ শেষে হাল্কা বৃষ্টির সম্ভাবনাই বেশি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই বৃষ্টি কিন্তু পড়শি রাজ্যের ক্ষেত্রে চরিত্র বদলাবে। ওড়িশায় কয়েক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত। ঝাড়খণ্ড ও বিহারেও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। তবে আন্দামানে আগামী ১১ তারিখ পর্যন্ত ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টিতে ভাসতে পারে দেশের পশ্চিম প্রান্ত। মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিম মধ্যপ্রদেশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মহারাষ্ট্রের অনেক জায়গায় অপ্রতুল বৃষ্টি চিন্তা বাড়াচ্ছিল। শনিবার পর্যন্ত বৃষ্টি হয়তো সেই ঘাটতি কিছুটা হলেও মেটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
দেশের মধ্যভাগ ও পূর্ব প্রান্তের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সেখানে বৃষ্টি হলেও তা দাপট দেখাবে না।
দক্ষিণের রাজ্যগুলিতেও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কর্ণাটকের বেশ কিছু অংশে ভাল বৃষ্টি হচ্ছেও। তবে শুক্রবার পর্যন্ত পূর্ব রাজস্থান ও উত্তরপ্রদেশের বড় অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি। যা বর্ষার স্বাভাবিক বৃষ্টি বলেই পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা