কবে থেকে বৃষ্টি, কোথায় কেমন হবে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
এ রাজ্যে গত সপ্তাহের প্রায় শেষ থেকে বৃষ্টি বিদায় নিয়েছে। রোদ ঝলমলে আকাশ। ভাদ্র মাসের চড়া রোদে গা পুড়ছে। তবে বৃষ্টি ফের নামবে। কবে থেকে জানাল আবহাওয়া দফতর।
দেশজুড়ে এবার বৃষ্টি কোথাও অতিপ্রবল হয়েছে, তো কোথাও অতি কম। সব মিলিয়ে আবার বৃষ্টিতে এখনও ঘাটতি রয়েছে দেশ জুড়ে। এখনও কিন্তু সেই কোথাও অতিবৃষ্টি তো কোথাও নামমাত্রের ধরণ অব্যাহত। মৌসম ভবন বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২ দিন মোটামুটি শুকনোই কাটবে।
বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই ২ দিনে কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে, কোথাও আবার মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। তবে অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য নেই।
এ রাজ্যের জন্য তেমন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও লাগোয়া ওড়িশা কিন্তু ভাসবে বলেই পূর্বাভাস। ওড়িশায় বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। এছাড়া পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এলাকা, তেলেঙ্গানা ও ছত্তিসগড়ে রীতিমত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারী থেকে অতিভারী বৃষ্টি পেতে চলেছে পূর্ব উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা। পূর্ব ভারত জুড়েই মোটামুটি বৃষ্টি হবে। পশ্চিম ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে।
যে পশ্চিম ভারত বর্ষার শুরুতে কার্যত রেকর্ড বৃষ্টি দেখেছে, সেই পশ্চিমে কিন্তু এখন ফিরে এসেছে সেখানকার চেনা বর্ষার ছবি।
আন্দামান ও বিহারেও খুব ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখানে মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা