নোটের চিন্তায় ব্যস্ত শহরবাসীর চোখে ধুলো দিয়ে শহরে কখন যেন ঢুকে পড়েছে শীতের আমেজ। পড়ছে পারদ। দিচ্ছে উত্তুরে হাওয়া। দুপুরে গরম থাকলেও ভোরে বা রাতে বেশ মালুম দিচ্ছে আলগা শীতের কনকনে ভাব। কলকাতায় এদিন পারদ নেমেছে ১৭ দশমিক ৭ ডিগ্রিতে। আপাত দৃষ্টিতে তেমন উল্লেখজনক না হলেও পারদ পড়তে থাকলে এটাই টের পাওয়ায় শীতের পরশ। আবহাওয়া দফতর জানাচ্ছে পারদ নেমেছে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
কলকাতা তো একরকম হল। জেলায় জেলায় কিন্তু শীতের আমেজ টামেজ নয়, অগ্রহায়ণের শুরুতেই ভরা শীত। দার্জিলিংয়ের পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। শ্রীনিকেতনে ১২.৯, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একই পরিস্থিতি। পারদ নেমেই চলেছে। পুরুলিয়া, বাঁকুড়াতে দুপুরটুকু বাদ দিয়ে অধিকাংশ সময়ই সোয়েটার লাগছে। শোওয়ার সময় গায়ে জড়াতে হচ্ছে মোটা কাঁথা বা কম্বল। ধান ঘরে তোলার মরসুমে এমন এক সুন্দর শীতের আমেজে বেজায় খুশি সকলে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।