কবে থেকে পাততাড়ি গুটোতে শুরু করছে বর্ষা, জানাল আবহাওয়া দফতর
বর্ষার ইনিংস এবার শেষের সীমানায় এসে পৌঁছেছে। এবার তার পাততাড়ি গুটোনোর পালা। কবে থেকে বর্ষা বিদায় শুরু হবে, জানাল আবহাওয়া দফতর।
বর্ষা তার ইনিংস শেষ করতে চলেছে। শুরুটা আগেই হওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে দেরিতে। কবে থেকে বর্ষার এই পাততাড়ি গুটোনো শুরু হবে তা জানিয়ে দিল আবহাওয়া দফতর। এবার বর্ষা কোথাও প্রবল, কোথাও কম, এভাবেই এগিয়েছে। গত প্রায় ৪ মাস ধরে বর্ষা ভারতের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ঝরিয়েছে। সেপ্টেম্বর মাসে তার বিদায় নেওয়ার পালা।
খাতায় কলমে ১৭ সেপ্টেম্বর থেকে দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে শুরু হয় বর্ষা বিদায়। কিন্তু এবার পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হল ২৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে। এবার ক্রমে বর্ষা গুটোতে শুরু করবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ৮ দিন দেরিতে শুরু হল বর্ষা বিদায়ের পর্ব।
খাতায় কলমে ধরা হয় এ দেশে বর্ষার পরিসমাপ্তি ঘটে ৩০ সেপ্টেম্বর। তবে বর্ষা পুরোপুরি গুটিয়ে যেতে যেতে হয়ে যায় ১৫ অক্টোবর।
এবার দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার অস্বাভাবিক দাপট দেখা গেলেও সার্বিকভাবে কিন্তু এবার বর্ষা ঘাটতির পরিমাণ ৬ শতাংশ। যার মধ্যে পূর্ব ও উত্তরপূর্ব ভারতে বর্ষা ঘাটতির পরিমাণ ১৯ শতাংশ।
উপকূলীয় ভারতে বর্ষা ঘাটতির পরিমাণ ১০ শতাংশ। মধ্য ভারতে ঘাটতি ১ শতাংশ। তবে অতিবৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সেখানে আবার স্বাভাবিকের চেয়ে ২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এখন প্রায় সর্বত্রই কম বেশি চলবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা