দেশে এবার বর্ষায় কেমন বৃষ্টি হবে, জানুয়ারিতেই মিলল পূর্বাভাস
দেশে বর্ষা কেমন হবে তার একটা ইঙ্গিত বর্ষা আসার আগেই জানিয়ে দেয় আবহাওয়া দফতর। তবে তা জানুয়ারিতে নয়। এবার প্রশান্ত মহাসাগরের হাত ধরে মিলল আগাম পূর্বাভাস।
দেশে গরম কেমন পড়বে, বর্ষা কেমন হবে আর শীত কেমন পড়বে, এই ৩টি প্রশ্ন প্রতিবছরই মানুষের মনে উঁকি দেয় এই ঋতুগুলি আসার আগে থেকে। তবে জানুয়ারিতেই বসে কেউ এবছর বর্ষা কেমন হবে তা নিয়ে ভাবনা চিন্তা করেননা। কিন্তু জানতে পারলে ক্ষতি কি! এবার জানুয়ারিতেই ভারতে বর্ষা কেমন হবে তার পূর্বাভাস মিলল। আর তা জানান দিতে হাত বাড়িয়ে দিল প্রশান্ত মহাসাগর।
ভারতে কেমন বর্ষা হবে তা কিন্তু কিছুটা নির্ভর করে প্রশান্ত মহাসাগরের জলের গরম ঠান্ডার ওপর। এল নিনো প্রভাব ২০২৩ সালে জোড়াল থাকায় ভারতে অনিয়মিত বর্ষা, কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত, কোথাও অনেক কম বৃষ্টিপাত দেখা গেছে। সার্বিক বৃষ্টিপাতও কম হয়েছে।
মার্কিন আবহাওয়া পূর্বাভাস সেন্টার জানাচ্ছে ২০২৪ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে ইএনএসও নিউট্রাল বা এল নিনো সাদার্ন অসিলেশন নিউট্রাল প্রভাব দেখতে পাওয়া যাবে। যার মানে হল এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এল নিনো প্রভাব আর তার জোড়াল প্রভাব ধরে রাখবে না।
বরং প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিক তাপমাত্রায় নেমে আসবে। যার মানে হল ভারতে এবার বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টির প্রভাব দেখতে পাওয়া না যাওয়ার কথা।
এল নিনো নিয়ে মার্কিন পূর্বাভাস যা বলছে তাতে ভারত এবার স্বাভাবিক ও সমানভাবে বিতরিত বৃষ্টিপাত পেতে চলেছে। যা ভারতের কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষজনের জন্য অবশ্যই খুশির খবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা