অবশেষে কিছুটা হলেও নামল কলকাতার পারদ। শুক্রবার সকাল থেকে ঠান্ডার অনুভূতি কিছুটা হলেও টের পাচ্ছেন শহরবাসী। সঙ্গে উত্তুরে ঠান্ডা হাওয়ার দাপট। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় দেড় ডিগ্রি পড়েছে তাপমাত্রার পারদ। তবে এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, তাপমাত্রা কমলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বঙ্গোপসাগরে ভরদার দাপটে ফের পারদ চড়তে পারে। ফলে গরম বাড়বে। এদিকে প্রবল কুয়াশা আর ঠান্ডায় কাবু গোটা উত্তর ভারত। কুয়াশার জন্য যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বিমান ওঠানামা করছে দেরিতে। কিছু বিমান দৃশ্যমানতার অভাবে বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে ট্রেনও। শুক্রবার পূর্বা এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। অস্বাভাবিক দেরিতে চলছে ডাউন অমৃতসর মেল, কালকা মেল, যোধপুর-হাওড়া এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, দূন এক্সপ্রেস, মুম্বই মেল সহ বহু ট্রেন।