লা নিনা-র ধাক্কায় কেমন বর্ষা, এপ্রিলই বা কেমন যাবে, মিলল পূর্বাভাস
এতদিন মানুষ এল নিনো শুনে জেরবার হয়েছেন। এবার লা নিনা শুনে জেরবার হবেন। যার প্রভাব পড়বে বর্ষায়। জের শুরু হবে এপ্রিল থেকেই। তারই পূর্বাভাস এপিসিসি-র।
ভারতে এবার বর্ষা কেমন হবে। বর্ষা আসার অনেকদিন আগে থেকেই তার আভাস মিলতে শুরু করে বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত সংস্থার কাছ থেকে। এ বিষয়ে কিন্তু এবার চিন্তার কথাই শোনাল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন-এর ক্লাইমেট সেন্টার।
তারা জানাচ্ছে এবার আর এল নিনো নয়, সক্রিয় থাকবে লা নিনা। এল নিনো বা লা নিনা, ২ প্রভাবই প্রশান্ত মহাসাগরের জলে পড়ে। তারপর তার প্রভাব গিয়ে পড়ে সারা পৃথিবীতে।
এল নিনো যেখানে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল গরম হওয়া, তেমনই লা নিনা তার উল্টো। প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হওয়া।
দক্ষিণ আমেরিকায় পশ্চিম প্রান্তের সমুদ্রের জলে একটি শীতল জলের স্রোত কাজ করলে সে বছর লা নিনা শক্তিশালী হয়। যা এ বছর হচ্ছে।
যার প্রভাব পূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, এশিয়া প্যাসিফিক সহ ভারতের ওপর পড়বে। ভারতে এবার অতিরিক্ত বর্ষার পূর্বাভাস দিয়েছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন-এর ক্লাইমেট সেন্টার। লা নিনার কারণেই তা হবে বলেও জানিয়ে দিয়েছে তারা।
ভারতে এবার বর্ষাকে ২ ভাগে ভাগ করেছে তারা। প্রথমভাগ এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয়ভাগে প্রবল বর্ষার পূর্বাভাস মিলেছে। আর প্রথমভাগে লা নিনা-র প্রভাব এপ্রিল থেকেই টের পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এল নিনো গতবছর সক্রিয় থাকায় গরমের তাণ্ডব নাচ দেখেছে ভারত। এবার লা নিনা শক্তিশালী হয়ে অতিরিক্ত বর্ষার কোন রূপ দেখাতে চলেছে আপাতত তারই অপেক্ষা।