এবার বর্ষায় বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের, খাদ্যের দাম নিয়ে পূর্বাভাস অর্থনীতিবিদদের
পুড়ছে বাংলা। পুড়ছে দেশের অনেক অংশ। তার মাঝেই এবার বর্ষায় বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর খাদ্যের দামে কি প্রভাব পড়বে?
এল নিনো-র প্রভাব ক্রমশ শিথিল হয়ে আসছে। পূর্বাভাস বলছে এল নিনো নয়, এবার বর্ষায় শাসন করবে লা নিনা। এল নিনোর গরম প্রভাব নয়, লা নিনার ঠান্ডা প্রভাবে এবার বর্ষা রীতিমত হবে।
ভারতে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ১০৪ শতাংশ বা তার বেশি বৃষ্টি হতে পারে বলেই মনে করছে ভারতীয় আবহাওয়া দফতর।
জুন থেকে সেপ্টেম্বর হল ভারতে বর্ষার সময়কাল। এই ৪ মাসের মধ্যে প্রথম ২ মাস হল বর্ষার প্রথমার্ধ। আর অগাস্ট সেপ্টেম্বর হল দ্বিতীয়ভাগ। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সহজ কথায় এবার ভাল বর্ষা পেতে চলেছে দেশ।
এই স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির জের কীভাবে এসে পড়বে সাধারণ মানুষের ওপর? ব্যাঙ্ক অফ বরোদার অর্থনীতিবিদরা মনে করছেন, এতে সাধারণ মানুষের ভাল হবে। কারণ এই স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি ভারতের কৃষিকাজের পক্ষে উপকারি হবে।
ফলে ফলন খুব ভাল হবে। আর ফলন ভাল হলে খাবারের দাম নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষ তো সেটাই চান। যে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকুক। এবার যে ধরনের বর্ষার পূর্বাভাস আবহাওয়া দফতর দিচ্ছে তাতে এমনটাই মনে করছেন আবহবিদদের একাংশ।
তবে বর্ষা এখন অনেক দেরি। তার আগে এই ৪০ ডিগ্রি পার করা অসহ্য গরম থেকে বাংলা সহ গোটা দেশে কীভাবে রক্ষা পাওয়া যায়, কবে নামবে স্বস্তির ধারাপাত, সেটা জানতেই বেশি আগ্রহী দেশের সিংহভাগ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা