Kolkata

মরসুমে প্রথম শীতের অনুভূতি তারিয়ে উপভোগ শহরবাসীর

শুক্রবার থেকেই নামতে শুরু করেছিল পারদ। শনিবার তা আরও পড়ল। মাত্র দুদিনের ব্যবধারে লাফিয়ে লাফিয়ে পারদ নামায় দ্রুত শীতের চাদরে গুটিসুটি কলকাতা। গত বুধ, বৃহস্পতিবারও ‌যাঁরা শুধু জামা পড়ে রাতেও রাস্তায় ঘুরেছেন, তাঁরাই শুক্রবার সন্ধে নামতেই এই মরসুমে প্রথমবারের জন্য গায়ে চড়িয়ে নেন শাল, সোয়েটার বা জ্যাকেট। আর শনিবার সকালেই মানুষজনকে সোয়াটার মাথায় টুপি পরে ঘুরতে দেখা গেছে শহরের রাস্তায়। হাওয়া অফিস জানাচ্ছে এদিন পারদ নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। ফলে শীত এসে গেছে। ভোরে কুয়াশার পুরু চাদর শনিবার পাতলা হতে সময় নিয়েছে অনেকক্ষণ। তবে এই কটাদিনের শীতের পরশে কাঁটা হয়েছে ঘূর্ণিঝড় ভরদা। আবহবিদরা জানাচ্ছেন, ভরদা এখনও সক্রিয় থাকায় আগামী দিনে এই পারদের নিম্নমুখী প্রবণতা বজায় নাও থাকতে পারে। ফের বাড়তে পারে তাপমাত্রা। যা ডিসেম্বরের প্রায় মাঝে এসে পড়া কলকাতাবাসীর জন্য কখনই সুখবর নয়। তবে সেসব আশা-আশঙ্কা ভুলে আপাতত শনিবারের ঠান্ডা গায়ে মাখতে ব্যস্ত বাঙালি। প্রথম শীতের অনুভূতি, তায় আবার শনিবারে!  ফলে এদিন সকাল থেকেই শহরের রাস্তায় রঙিন গরমের পোশাকে সেজে বহু মানুষকেই দেখা গেছে বেড়াতে যাওয়ার মুডে। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া বা শহরের অন্যান্য বেড়ানোর জায়গায় এদিন ভিড়ও ছিল চোখে পড়ার মত।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button