গরমের হাফ সেঞ্চুরি, দেশে পারদ পার করল ৫০ ডিগ্রিও
তিলোত্তমা ৪৩ ডিগ্রি দেখেছে গত মাসে। দক্ষিণবঙ্গ ১৭ দিন ধরে পুড়েছে তাপপ্রবাহে। এবার তাকেও তুচ্ছ করে ৫০ ডিগ্রি তাপমাত্রার পারদ পার হয়ে গেল।
এবার দক্ষিণবঙ্গ জুড়ে যে লাগাতার তাপপ্রবাহ চলেছে তা কার্যত রেকর্ড। কলাইকুণ্ডায় পারদ চড়েছিল প্রায় ৪৮ ডিগ্রিতে। গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের পারদ উত্থানে। পরের পর দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার স্থান হিসাবে চিহ্নিত হচ্ছিল বাংলা।
সেই পারদকেও এবার তুচ্ছ করে দেখাল দেশের অন্য এক অংশ। যখন দক্ষিণবঙ্গ পুড়ছিল তখন সেখানে পারদ ছিল নিয়ন্ত্রণেই। কিন্তু এখন মে মাসের শেষে এসে পারদ পার করে গেল ৫০ ডিগ্রি তাপমাত্রার গণ্ডিও।
সবে তাপপ্রবাহ সহ্য করে আসা দক্ষিণবঙ্গবাসীও অবাক এটা ভেবে যে ৫০ ডিগ্রির ওপর পারদ মানুষ সহ্য করছেন কীভাবে? রাজস্থানে ফালোদি নামে একটি জায়গায় পারদ ৫০ ডিগ্রি পার করে গেল।
রাজস্থান জুড়েই এখন আগুনে গরম তার বিক্রম দেখাচ্ছে। ফালোদির ৫০ ডিগ্রি পার করা যেখানে দেশজুড়ে খবরে পরিণত হয়েছে সেখানে খুব পিছিয়ে নেই জয়সলমীরও। সেখানে পারদ পৌঁছে গেছে ৪৮.৯ ডিগ্রিতে।
এছাড়া বারমের ৪৮.৮ ডিগ্রি, বিকানের ৪৭.২ ডিগ্রি, কোটা ৪৬.৩ ডিগ্রি, চিতোরগড় ৪৫.৮ ডিগ্রিতে পুড়ছে। রাজস্থানের অন্য অংশেরও একই অবস্থা।
রাজস্থানের চুরু নামে জায়গাটি গরমের সময় সর্বোচ্চ পারদ ছোঁয়ায় রেকর্ড গড়ে থাকে। সেই চুরুতে পারদ ছুঁয়েছে ৪৭ ডিগ্রি। মে মাসের একদম শেষের ২ দিনে পারদ এই অবস্থা থেকে ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে এই তাপপ্রবাহ এবং অতি ভয়ংকর গরমের হাত থেকে রেহাই নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা