কম, স্বাভাবিক নাকি অতিবৃষ্টি, কেমন বর্ষা হবে দেশে, জানাল হাওয়া অফিস
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে দেশে ঢুকতে চলেছে বর্ষা। এবার অতিবৃষ্টি, কম বৃষ্টি নাকি স্বাভাবিক বৃষ্টিপাত, কেমন হবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর।
এক অতি ভয়ংকর গ্রীষ্ম তার শেষপ্রান্তে এসে পৌঁছেছে। এবার দেশে বর্ষা। সেই বর্ষার পদধ্বনি শোনা যাচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই দেশে বর্ষার প্রবেশ ঘটবে। আর বর্ষা আসা মানেই একটা প্রশ্ন সকলের মনে উঁকি দেয়। এবার বর্ষা কেমন হবে।
স্বাভাবিকের চেয়ে কম হবে বর্ষা? স্বাভাবিক বর্ষা দেখবে দেশ? নাকি এবার অতিরিক্ত বর্ষার জলে ভিজবেন দেশবাসী? আবহাওয়া দফতর এর আগে এপ্রিল মাসে একটা পূর্বাভাস দিয়েছিল। যাতে বলা হয়েছিল এবার ভাল বর্ষার সম্ভাবনা রয়েছে।
এখন বর্ষার ঠিক আগে বর্ষা নিয়ে একেবারে নিশ্চিত করে দিল মৌসম ভবন। জানিয়ে দিল এবার বর্ষা হবে স্বাভাবিকের চেয়ে বেশি। অর্থাৎ চলতি বছরে অতিবৃষ্টির বর্ষা দেখবে ভারত।
এবার ১০৬ শতাংশ বর্ষার সম্ভাবনা দেখছে মৌসম ভবন। দেশজুড়েই এবার অতিবৃষ্টি দেখতে হবে বর্ষায়। এল নিনো প্রভাব কমে যাওয়া এর কারণ হিসাবে চিহ্নিত করছেন আবহবিদেরা। তাঁরা জানাচ্ছেন, এল নিনো বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করে। তাতে অনেক সময় কম বৃষ্টিপাত হয়।
কিন্তু এবার এল নিনো দুর্বল হয়ে গেছে। বরং লা নিনা শক্তিশালী হয়ে উঠছে। লা নিনা প্রভাব মানেই ভাল বৃষ্টি। আর সেটাই এবার ভারতের বর্ষাকে প্রভাবিত করতে চলেছে।
ফলে অতিবৃষ্টি এবার বর্ষার ভবিতব্য বলে মনে করছে হাওয়া অফিস। চলতি বছরে ৩১ মে কেরালা দিয়ে দেশে বর্ষার প্রবেশ ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা