১ দিন আগেই ঢুকে পড়ল বর্ষা, বাংলায় কবে পৌঁছবে
নির্ধারিত দিনের ১ দিন আগেই প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরেই রাস্তা পরিস্কার হয়েছে। বাংলায় কবে ঢুকছে তার ইঙ্গিত মিলল।
মৌসম ভবন জানিয়েছিল ভারতে বর্ষা প্রবেশ করতে চলেছে ৩১ মে। কিন্তু তার ১ দিন আগেই কেরালা দিয়ে বর্ষা ঢুকে পড়ল ভারতে। এবার ক্রমে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এবার আগেভাগেই বর্ষার প্রবেশ ঘটল দেশে।
আবহবিদেরা জানাচ্ছেন, বর্ষার এই আগাম আগমন হয়েছে রেমালের হাত ধরে। ঘূর্ণিঝড় রেমালই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে টেনে একদিন আগেই দেশে প্রবেশ করিয়ে দিল।
কেরালায় অবশ্য প্রাক বর্ষার বৃষ্টি আগেই শুরু হয়েছিল। রীতিমত বানভাসি চেহারা নিয়েছিল অনেক জায়গা। তার মাঝেই এদিন বর্ষার আনুষ্ঠানিক প্রবেশটাও হয়ে গেল।
কেরালায় বর্ষা ঢোকার ৮ দিন পর পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে বর্ষা প্রবেশের কথা। খাতায় কলমে তা থাকলেও এই সময় সব সময় মেলে না। এবার অবশ্য আবহবিদরা মনে করছেন বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। বাংলায় জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে বর্ষা ঢুকে পড়বে।
এবার দেশে বর্ষা কেমন হবে তা বর্ষা প্রবেশের আগেই পরিস্কার করে দিয়েছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়ে দিয়েছে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশে। ফলে অতিবৃষ্টির জন্য তৈরি থাকতে হবে।
ভারতে বর্ষার মেয়াদ ৪ মাস। সেপ্টেম্বরের শেষে বর্ষা বিদায় হয় এদেশে। তবে বৃষ্টি আরও কিছুদিন চলে। অক্টোবরে বঙ্গোপসাগরে আবার কয়েকটি নিম্নচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি ঝরায়। তাই প্রতিবছরই দুর্গাপুজোয় বৃষ্টি হবে কিনা সে প্রশ্ন আপামর বাঙালির মনে উঁকি দেয়।