National

বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর

বর্ষার বৃষ্টি নিয়ে অনেক অসন্তোষ কেটে এবার ধীরে ধীরে বর্ষা ছড়িয়ে পড়ছে। বাড়ছে তার দাপট। এরমধ্যেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ২ প্রান্তে ২ রকম। উত্তরবঙ্গে বর্ষা সময়ের আগেই প্রবেশ করেছে। তারপর তা ছড়িয়ে পড়ে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে। এখনও তার খামতি নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশের কথা থাকলেও প্রবল গরমে পুড়েছে কলকাতা সহ অন্য জেলাগুলি। তবু বর্ষার দেখা ছিলনা।

যাও বা তা জুনের ২০ দিন কাটিয়ে ঢোকে তারপরও সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। বরং ভ্যাপসা গরম আর অসহ্য ঘামে জর্জরিত ছিলেন সকলে।


সেই আবহাওয়া কেটে গিয়ে এবার বৃষ্টি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দিনভরই ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। কখনও সেই বৃষ্টির মাত্রা বৃদ্ধিও পেয়েছে। এরমধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দেশজুড়েই বর্ষা ছড়িয়ে পড়েছে। ২ জুলাই দেশের সব অংশে বর্ষার প্রবেশ ঘটে গেল।

৮ জুলাই দেশের সব জায়গায় বর্ষা ছড়িয়ে পড়ার কথা। কিন্তু তার ৬ দিন আগেই দেশের সর্বত্র বর্ষার কবলে এসে পড়ল। আবহাওয়া দফতর এটাও জানিয়েছে এবার ক্রমশ দেশজুড়ে বর্ষা বাড়তে শুরু করবে। প্রচুর বৃষ্টিপাত হবে। জুলাইতেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া দফতর।


এবার গত ৩০ মে বর্ষা প্রতিবছরের মত কেরালা দিয়ে ভারতে প্রবেশ করে। কেরালায় ভাল বৃষ্টি হলেও দেশের সিংহভাগ অঞ্চলেই বর্ষা ঢুকছিল না।

তারপর তা গতি বাড়িয়ে দ্রুত ছড়াতে শুরু করে। আর সেই দ্রুততার পথে হেঁটে নির্ধারিত সময়ের ৬ দিন আগেই বর্ষা পুরো ভারতে ছড়িয়ে পড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button