বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, উত্তাল হচ্ছে সমুদ্র, সপ্তাহান্ত কি ভাসতে চলেছে, মিলল পূর্বাভাস
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি সমুদ্রকে ক্রমশ উত্তাল করছে। এই নিম্নচাপের জেরে কি তবে এই সপ্তাহের শেষ ভাসতে চলেছে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সবে বাংলাদেশ থেকে আসা একটি নিম্নচাপ ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ থেকে মুক্তি পেয়েছে বাংলা। তারমধ্যেই ফের নিম্নচাপ। এবার বঙ্গোপসাগরের মধ্য ও উত্তর ভাগ জুড়ে নিম্নচাপটি তৈরি হয়েছে। তার জেরে শুক্র ও শনিবার বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগ উত্তাল থাকবে।
মৎস্যজীবীরা যাঁরা এখন সমুদ্রে রয়েছেন তাঁদের বৃহস্পতিবার রাতের মধ্যেই স্থলভাগে ফিরতে বলেছে আবহাওয়া দফতর। উত্তাল সমুদ্রে ওই ২ দিনে কোনওভাবেই মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপটি মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে ৩০ ও ৩১ অগাস্ট অবস্থান করবে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছেও সমুদ্র উত্তাল থাকবে।
এদিকে নিম্নচাপটি ক্রমশ পশ্চিমে সরতে থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলে এর প্রভাব ৩১ অগাস্ট পর্যন্ত এবং ওড়িশা উপকূলে ১ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।
সমুদ্রে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ক্রমে নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে সরে যাবে।
নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের মালদা ও ২ দিনাজপুর বাদ দিয়ে বাকি জেলায় শনি ও রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।