World

এবছরের মত অগাস্ট এর আগে কেউ কখনও দেখেননি

২০২৪ সালের অগাস্ট মাস ছেড়ে শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। সবে ফেলে আসা এমন অগাস্ট মাস এর আগে কেউ কখনও দেখেননি।

সবে ২০২৪ সালের অগাস্ট মাস ফেলে এসেছেন বিশ্ববাসী। তবে এমন অগাস্ট মাস এর আগে কখনও দেখেননি তাঁরা। ২০২৩ সালেও এমনই এক চিত্র দেখেছিলেন তাঁরা। ২০২৪ তাকেও ছাপিয়ে গেল। মাত্র ১ বছরের মধ্যে রেকর্ড বদলে দিল পারদ।

এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণ অগাস্ট হিসাবে চিহ্নিত হয়েছে ২০২৪ সালের অগাস্ট মাস। যে মাসে গড় ভূমি সংলগ্ন বাতাসের উষ্ণতা ১৬.৮২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত নেওয়া গড় ভূমি সংলগ্ন বাতাসের উষ্ণতার চেয়ে ০.৭১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এটাই এখনও সর্বোচ্চ।


বিশ্বজুড়ে অসহ্য গরম এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। যা ক্রমশ এক ভয়ংকর পরিস্থিতির জন্ম দিচ্ছে। অচেনা গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। প্রাণও যাচ্ছে।

চলতি বছরের জুন থেকে অগাস্ট সর্বকালের সবচেয়ে উষ্ণ সময় বলে চিহ্নিত হয়েছে। এমন এক পরিস্থিতিতে ২০২৪ সাল বিশ্বের উষ্ণতম বছর বলে চিহ্নিত হল।


বিশ্ব উষ্ণায়ন এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যা খুব দ্রুত বিশ্বের আবহাওয়া বদলে দিচ্ছে। প্রতিটি জায়গার সারা বছরের একটা আবহাওয়া পরিবর্তন থাকে। যার সঙ্গে স্থানীয়রা অভ্যস্ত।

কিন্তু গত কয়েক বছরে বিশ্ব উষ্ণায়ন চেনা আবহাওয়া বদলে দিয়েছে। কলকাতাই ২০২৪ সালে যে ভয়ংকর গরমের সম্মুখীন হয়েছিল তা এর আগে কখনও কেউ দেখেনি। পারদ ৪৩ ডিগ্রিও পার করেছিল কলকাতায়। যা সর্বকালের রেকর্ড।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button