National

বর্ষা বিদায় এবার আগেভাগেই, কবে থেকে মিলল ইঙ্গিত

বাংলা ক্যালেন্ডার মানলে শরৎকালেরও অর্ধেক অতিবাহিত। কিন্তু বর্ষা কি বিদায় নিয়েছে। ভারতে বর্ষা কিন্তু এখন ৪ মাসের। কবে থেকে শুরু বিদায়ের। তার ইঙ্গিত মিলল।

ভারতে বর্ষার শুরু জুন মাসে। আবহাওয়া দফতরের হিসাব হল ৪ মাস বর্ষা চলে ভারতে। জুন, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর। সেপ্টেম্বর শেষে বর্ষা বিদায় হয়ে থাকে। গতবছর বর্ষা বিদায় শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর থেকে।

তবে বর্ষা বিদায় শুরু মানে একদিনেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নয়। আস্তে আস্তে বর্ষা বিদায় নেয়। এবার গতবছরের চেয়েও আগে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদেরা।


তাঁদের অনুমান, আগামী ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হবে বর্ষা বিদায়। রাজস্থান থেকে শুরু হবে এই বিদায় পর্ব। আর তা যদি সত্যি হয় তাহলে এবার গত ৮ বছরের মধ্যে সবচেয়ে আগে বর্ষা বিদায় শুরু হবে দেশে।

আবহবিদদের অনুমান, বর্ষা বিদায়ের পাশাপাশি গরমও কিছুটা বাড়বে। সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগে গরম প্রথম ভাগের তুলনায় বেশি থাকবে দেশের অধিকাংশ অংশে।


আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল সেপ্টেম্বর জুড়েই বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হবে। এই সময় প্রতিবছরই নিম্নচাপের প্রবণতা লক্ষ্য করা যায়। এবারও সেটাই হচ্ছে।

সবে একটি অতি গভীর নিম্নচাপ বিদায় নিয়েছে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বিশ্বকর্মা পুজোর সকালে ঝলমলে রোদ উঠেছে। কিন্তু আবার যে নিম্নচাপ তৈরি হবেনা তার কোনও নিশ্চয়তা নেই। তবে বৃষ্টি হলে পুজোর বাজার মাটি হবে সন্দেহ নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button