বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এ রাজ্যে কি হবে, জানাল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এর জেরে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি হতে চলেছে আগামী কয়েকদিনে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এখন তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়াচ্ছে সাগরে। এই সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে থাকে। এমনকি ঘূর্ণিঝড়ও তৈরি হয়।
এখন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি তার শক্তি ক্রমশ বাড়াচ্ছে। ক্রমশ তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। তার মানে এর প্রভাব পড়ছে পুদুচেরি, উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে।
২ দিন ধরে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতিভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমা অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। বহু জায়গায় জল জমে যাবে। অতিবৃষ্টির প্রভাব জনজীবনে পড়তেই পারে।
গুন্টুর, কৃষ্ণা, বাপাতলা, পালনাডু, প্রকাশম ও নেল্লোর জেলায় সবচেয়ে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আপাতত নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে।
এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। তা এ রাজ্য থেকে এতটাই দূরে থাকছে যে তার প্রভাব এখানে পড়ছে না। তবে বৃষ্টি এ রাজ্যেও হবে। আগামী শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা রাজ্য জুড়েই।
কোথা কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। শনিবারের পর রবিবার থেকে আবহাওয়া ফের শুকনো হবে। তাই আপাতত ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা এ রাজ্যে নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা