গত ১২৪ বছরে এমন অক্টোবর সহ্য করতে হয়নি দেশবাসীকে
এ কেমন অক্টোবর। উৎসব পালন হল। তবে একটা চিন্তা নিয়ে। কারণ বিগত ১২৪ বছরে এমন অক্টোবরের সামনে পড়তে হয়নি দেশকে।
ভারতে অক্টোবর মাসটা উৎসব মুখর মাস হিসাবেই পরিচিত। বর্ষা বিদায় নেওয়ার পর আবহাওয়ায় বদল আসে। তারমধ্যেই উৎসবের মেজাজ আনন্দের পারদ চড়ায়। এবারও তার অন্যথা হয়নি। তবে একটা অস্বস্তি যেন ছিল।
অক্টোবর শেষ করার পর যে তথ্য সামনে এল তা ভারতবাসীকে জানান দিল কেন সেই অজানা অস্বস্তি। কারণ গত ১২৪ বছরে তো তাঁদের এমন অক্টোবর দেখতে হয়নি। তাই কিছুটা অচেনা।
কি হল সবে শেষ হওয়া অক্টোবরে? আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৯০১ সালের পর থেকে এখনও পর্যন্ত এমন উত্তপ্ত অক্টোবর ভারত দেখেনি। এবার গড় পারদ অক্টোবরে চড়েছিল ১.২৩ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত কখনও হয়নি।
ফলে এবার অক্টোবর মাসে রেকর্ড তাপমাত্রার অক্টোবর সহ্য করলেন ভারতবাসী। এজন্য ২টি কারণকে কাঠগড়ায় চাপাচ্ছেন আবহবিদেরা।
একটি হল এখনও পূবালী হাওয়ার দাপট। যা বজায় রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি সক্রিয় থাকায়। দ্বিতীয় কারণ হল এখনও দেখা না পাওয়া পশ্চিমী ঝঞ্ঝা। যার হাত ধরে ঠান্ডা ক্রমে বাড়তে থাকে দেশের উত্তরাংশে।
এবার যা পরিস্থিতি তাতে নভেম্বরেও আদৌ সেভাবে শীত পড়বে বলে মনে করছেননা আবহবিদেরা। প্রতিবছর অক্টোবরেই কিন্তু হিমালয় লাগোয়া কাশ্মীরে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়ে যায়। পারদ পতন শুরু হয়ে যায়।
হেমন্তকাল হলেও দেশজুড়ে একটা শীতের আমেজ নভেম্বরেই ক্রমশ চড়তে থাকে। এমনকি কালীপুজো, দিওয়ালীর সময় রাতের দিকে যে ঠান্ডা ভাব থাকে তাও এবার খুঁজে পাওয়া যায়নি।