বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা
ডিসেম্বরের এক তৃতীয়াংশ সময় অতিবাহিত। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টিতে বিরাম নেই। ফের একটি নিম্নচাপ ক্রমশ তার শক্তি বৃদ্ধি করছে। ফলে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
অগ্রহায়ণ মাস প্রায় শেষে এসে পৌঁছেছে। তারপরই শীতের মাস পৌষ। একটু শীতের আমেজ যে আসেনি এমনও নয়। সন্ধে নামার পর থেকে সকাল পর্যন্ত বেশ একটা ঠান্ডা অনুভূতি থাকছে। গরম পোশাকও অনেকে গায়ে চড়িয়েছেন। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টিতে এখনও বিরাম নেই।
সবে ঘূর্ণিঝড় ফেনজল তার তাণ্ডব দেখিয়েছে। তারপর ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা একদিনের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ক্রমশ তার শক্তি বৃদ্ধি করছে।
শক্তি বাড়িয়ে তার গভীর নিম্নচাপে পরিণত হওয়া কেবল ১টি দিনের অপেক্ষা। শক্তি বাড়িয়ে তা দক্ষিণ পশ্চিম অভিমুখে যাত্রা শুরু করে স্থলভাগের দিকে এগিয়ে আসবে।
যার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অংশে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় ফেনজল চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলীয় এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে। তার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার প্রায় পরপরই আবার ভাসতে চলেছে তামিলনাড়ুর উপকূলীয় এলাকা।
প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এই নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছেন আবহবিদেরা।
যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে তা যে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এমন কোনও ইঙ্গিত অবশ্য আবহাওয়া দফতর দেয়নি। তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
তামিলনাড়ুর বেশ কয়েক জায়গায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি হবে শ্রীলঙ্কাতেও। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের ওপর তেমন পড়বে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা