বছরের শুরুতেই লাফ দিয়ে পারদ পতন, কতদিন থাকবে এই শীতের আমেজ
বড়দিনটা গরমেই কেটেছে। শীতের পরশ ছিল উধাও। তবে ইংরাজি নববর্ষ উদযাপনটা দারুণ উপভোগ্য ঠান্ডায় হল। কবে পর্যন্ত থাকবে এই ঠান্ডার অনুভূতি।
বড়দিনটা গরমেই কেটেছে বঙ্গবাসীর। তাই শীতটা উপভোগের তালিকা থেকে বাদ গিয়েছিল। সকলেই চাইছিলেন এমন গরম যেন বছর শেষের উদযাপনে না থাকে। সকলের সেই মনোবাঞ্ছা পূরণ হয়েছে।
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ উচ্ছল রাতটা দারুণ ঠান্ডায় চুটিয়ে উপভোগ করার সুযোগ পেয়েছেন রাজ্যের মানুষ। বিভিন্ন জায়গায় রাতে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সে অনুষ্ঠানে মানুষ আনন্দে মেতে ওঠেন।
অনেকে তো বাড়ির ছাদেই আত্মীয় পরিজন বন্ধুবান্ধব নিয়ে রাতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এই আনন্দের মধ্যে দিয়ে। এই আনন্দ আরও বেশি করে উপভোগ্য হয়েছে শীতের কারণে। এক লাফে প্রায় ৩ ডিগ্রি পড়েছে পারদ। ফলে শীতের অনুভূতিটা চট করে শরীর স্পর্শ করেছে।
এখন সকলেরই প্রশ্ন এই ঠান্ডা কতদিন থাকবে? আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১ দিনে আরও পড়বে পারদ। ঠান্ডা আরও একটু বাড়বে। এভাবেই শুক্রবার পর্যন্ত চলার পর শনিবার থেকে ফের বদলে যেতে পারে আবহাওয়া।
কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের পারদ ফের চড়বে। এই ঠান্ডার অনুভূতি রবিবার থেকে আর পাওয়া নাও যেতে পারে। ফের গরম বাড়বে।
তবে তার আগে বছরের শুরুটা বেশ ঠান্ডার আমেজে কাটানোর সুযোগ পেলেন রাজ্যবাসী। পারদ পতন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমন হবে, তার চেয়েও বেশি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।