কলকাতায় বছর শেষের আনন্দে কিছুটা হলেও ছায়া ফেলেছে নোট বাতিল। আর সেই কালো ছায়াকে সুদীর্ঘ করেছে বিশ্রী আবহাওয়া। ভরা শীতেও ঠান্ডার দেখা নেই। গায়ে সোয়েটার রাখা যাচ্ছেনা। কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। আর কটা দিনের জন্য আলমারি ঘেঁটে বার করা রঙিন গরম পোশাক গায়ে চড়ার বদলে পড়ে রয়েছে আলনার কোণায়। কিন্তু কেমন এমন অবস্থা? আবহবিদরা বলছেন, কলকাতা মুখ ঢেকেছে কুয়াশায়। প্রচুর জলীয় বাষ্প কুয়াশার দাপট বাড়িয়েছে। যা কনকনে ঠান্ডার অনুভূতিটাই গায়েব করে দিয়েছে! জলীয় বাষ্পের ধাক্কায় ঠান্ডা হাওয়া ঢুকতেই পারছে না শহরে। এদিন শহরের তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সামনেই ইয়ার এণ্ড। কিন্তু তখন যে ঠান্ডা ফের পড়বে এমন কথা হলফ করে বলতে পারছে না আবহাওয়া দফতর। বরং এখনকার মত আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি!